আমাদের কথা খুঁজে নিন

   

পৃথ্বীর মাঝে আত্মার অমল দাহ্য ক্ষরণ

মোম গলে লাভার স্রোতে ভেসে ঝড়া পাতার সূরের মুর্ছনায় দিগন্তের লালীমায় যদি রং-ধনু হতে পারতাম তাহলে বলতাম দেখো আমি আজ কবিতায় তোমায় আঁকতে পারি......
তখন তার শুরু যে দিন লঙ্ঘিল বেস্টন দুরন্ত অনঙ্গে অনাবগুন্ঠনের খন্ডিতায় মনোরম রঙ্গে অধোবস্ত্রের অক্ষি বিলাসে প্রতি মুহুর্তের উদ্দীপ্ত স্মরনে আগ্রাহাঞ্নিত পদক্ষেপে নূপুরের নিক্কনে ধ্বনির প্রভাবে উত্থিত ধমনী কম্পনে যে সত্যাসত্যের বিধানে আকাশ নীলে দেহে যেন আসক্তি গোপীচন্দনে অনুষ্ণ বসুন্ধরায় অনেকান্ত জড়বাদের আশ্রমে নিরন্তর তিমির বিদারী উপদ্রবের আশঙ্কা জন্মে অন্তরাপ্যতার অনীহায় সিন্ধী ঘরানায় ব্যাবধানে উপপাদ্যের অনড় সিন্ধান্তে নিন্ম অর্ধাংশে অপপ্রয়োগে আত্মদর্শনের সন্তাপে সব ভেঙ্গে পড়ে। তখন তার শুরু অনীহায় শূদ্রকুলজাত অন্ধতামস নির্বিচার অনুরোধে তিমির অন্নদার প্রস্থান দ্বিতীয় আশ্রয়ের সন্ধানে দূয়ার ত্যাগ অপভ্রংশের লাঞ্চনায় একটি মনের অপঘাত মৃত্যু।। তবু আবার তার শুরু অতীন্দ্রিয় সত্তার নিক্ষিপ্ত ত্রিশুলে খন্ডি সেই জগদ্দল প্রস্তর কঙ্কন বর্ষনে রক্তাক্ত হয় দেহ চাম চুইয়ে নামে লোহিত কনিকা আরতিশঙ্খের বিন বাঁজে মন মন্দিরে অশ্রূতপূর্ব আশ্চর্য বিষাদ রবাব শ্রবন মরুদ্যানের মরিচিকায় ঘূর্ণনে দেবতার নৃত্য পৃথ্বীর মাঝে আত্মার অমল দাহ্য ক্ষরণ বৈগুন্যের অদৃস্টে সপ্ত পাতালে সন্ন্যাস সৌম্য ঋষি বসনে মৃত মনে সমাধি খুড়ে ক্রীতনত নৈবেদ্যে লুপ্ত অক্ষর কাব্যে কি করে আর শুরু হইবে তাই সমাপ্তি টানি ভূলোকের অধিবাসী নিয়ে অব্যক্ত ভাল বাসাবাসি।।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.