আমাদের কথা খুঁজে নিন

   

আমি হব প্রজাপতির মত



হাতে কলম তুলে নিতে ইচ্ছে করে। বলতে ইচ্ছে করে অনেক কিছু। জন্ম লগ্ন থেকেই মানুষ তার মনের ভাব প্রকাশ করতে শিখে। তার মনে যাই থাকনা কেন তা সে বলতে পারে। কিন্তু সবাই পারেনা।

সময়ের বিবর্তনে মানুষ তার মনের ভাষা ব্যক্ত করতে ভুলে যায়। ছোট বেলা থেকেই আমি স্পস্ট ভাষী। মনে কিছু রেখে মুখে অন্য কিছু বলতে শিখিনি। কিন্তু সময় সাথে সাথে আমার চার পাশের পরিবেশ আমাকে চুপ করতে শিখিয়েছে। এখন এতটা পথ পাড়ি দেবার পর মনে হয় আজ যেন আমি কথা বলতেই ভুলে গেছি।

খুব অবাক লাগে আয়নায় যখন নিজেকে দেখি। যখন দেখি আমি কি করে বদলে গেছি একটু একটু করে, কি করে নিজেই নিজেকে নানান রকম মানুষের ভিড়ে হারিয়ে ফেলেছি। আমি নিজেকে বলি আমি মানুষ কিন্তু এই সমাজ আমাকে বলে ‘তুমি নারী’। ‘নারী’ নতুন শব্দ। সমাজের মানুষের ভিড়ে একবার হারিয়ে এবার শব্দের রাজ্যে হারিয়ে ফেলেছি নিজেকে।

বার বার হারিয়ে আমি আজ দিশেহারা। কি আমার পরিচয়? কোন পরিচয়টা সহজ বোধ্য নারী নাকি মানুষ? আরো জানারবাকি আছে হয়তো!!! আজ আমি ভীত। আজ আমি সংকোচিত। আমি বলতে গিয়ে বাধা পাই, চলতে গিয়ে হোঁচট খাই। তাই আমি একা হাঁটি।

কথা বলতে ইচ্ছে করে, মুক্ত হতে ইচ্ছে করে, পারি না। সবাই বলে তুমি নারী, তুমি বন্দী। কেন আজ আমি বন্দী কোন এক অদৃশ্য কারাগারে? কি আমার অপরাধ? আমি নারী তাই? আমি হেঁটে চলি। হেঁটে চলছি এমন একটি দেশের খোজে যেখানে আমি মুক্ত। যেখানে কোনো বাধা নেই, নেই কোনো কারাগার।

মুক্ত বিহঙ্গের মত, রঙ্গিন রংধনুর মত, সাত রঙের প্রজাপতির মত আমি থাকব। যেখানে আমি শুধু নারী নই একজন মানুষও বটে। যেখানে কথা বলতে বাধা নেই। বন্দী হবার ভয় নেই, নেই নিজেকে বদলানোর আবশ্যকতা। যেখানে বাতাস পবিত্র।

আমি হেঁটে চলেছি সেই দেশের খোজে। আমি হেঁটে চলেছি। হেঁটে চলেছি মরুভুমির ধুধু বালু কণার ওপর দিয়ে। তপ্ত রোদের ক্ষৃপ্রতা মাথায় নিয়ে। হেঁটে চলেছি কিছু বিষাক্ত প্রনীর পাশ দিয়ে।

এখনি হয়তো ছোবল দিবে। আমি হেঁটে চলেছি। সমাজ বলে ‘যেওনা ওখানে দানব আছে, তোমাকে ছিড়ে কুড়ে খাবে। যেও না তুমি পারবে দানবের শক্তির কাছে হেঁড়ে যাবে’। কেন এই ভয় ভীতি প্রদর্শন? আমি নারী তাই? আমি মানুষ তাই আমি হেঁটে যেতে চাই।

নতুন দিগন্তের পানে। আমি খুজে নিতে চাই নতুন এক প্রশান্তির নীড়। যেখানে থাকবে না কোন দানবের হাতছানি। থাকবে না কোন ভয় ভীতি। আমি এমন একটা দেশের মানুষ হতে চাই।

আমি যেতে চাই ... আমার নৌকায় আমি একাই নাবিক। অথৈই সাগরে আমার ছোট্ট নৌকা চলে নীল জল কেটে কেটে দূর অজানার কোন অচীন বন্দরে। আমি চলি মনে এক নতুন কোন ভোরের আশা বুকে নিয়ে। আমার ছোট নৌকার পাল তুলে। মনে দুর দুর সাহস নিয়ে।

সবাই বলে যেও না তুমি নীল সাগরে ডুবে যাবে, যেও না তোমার নৌকার পাল ছিড়ে যাবে। যেও না তুমি হারিয়ে যাবে। কেন এই বাধা?? কেন বার বার আমাকে থেমে যেতে হবে? কেন আমাকে নিজের অজান্তেই নিজেকে এক অন্ধকারের বাসিন্দা করে নিতে হবে? কেন আমি নারী তাই?? মানুষের ভিড়ে যে অনেক আগেই হারিয়ে গেছে তাকে আর হারানোর ভয় দেখি কি হবে? যে অদৃশ্য কারাগারের বন্দিনী তাকে কারাগারের ভয় দেখিয়ে কি হবে? যে দানবের দাবানলের ছায়ায় থাকে তাকে আজ ভয় দেখিয়ে কি হবে??? নারী বলেই ভয় পেতে হবে? তোমরা ভুলে যেও না নারীও একজন মানুষ... হ্যাঁ আমি মানুষ... আর আজ আমায় কোনো বাঁধাই আটকে রাখতে পারবে না... আমি ছুটে চলেছি আমার নতুন দেশের খোজে... আমি চলছি... আমি চলবো... আমি হব প্রজাপতির মত...।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।