আমাদের কথা খুঁজে নিন

   

দৃষ্টিনন্দন মোড়কে ঢাকা একটি বই ...


ষোল ফর্মার একটি বই। পৃষ্ঠা সংখ্যা ১২৭। চমৎকার মোড়কে বাঁধাই। 'আপনি সবসময় যা করেন সেটাই যদি সবসময় করেন আপনি সবসময় যা পেয়েছেন সেটাই সবসময় পাবেন' -এ কথাগুলো দিয়েই বইটির শুরু। বইটি রচনা করেছেন জীবন দে শ্যামল।

প্রচ্ছদ একেঁছেন মেহেদী বানু মিতা। প্রকাশ করেছেন জাতীয় সাহিত্য প্রকাশনী। এবারের অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশিত হয়েছে। লেখক বইটি উৎসর্গ করেছেন তাঁর প্রয়াত শিক্ষক নগেন্দ্র চন্দ্র পন্ডিত এর স্মৃতির প্রতি। বইটিতে যে বিষয়গুলো আলোচিত হয়েছে তা হলো - • আপনি সবসময় যা করেন সেটাই যদি সবসময় করেন আপনি সবসময় যা পেয়েছেন সেটাই সবসময় পাবেন।

• গরিবের প্রাথমিক শিক্ষা; গরিবের কথা। • হাওরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ে বাৎসরিক স্কুল ক্যালেন্ডার। • এমডিজি: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। • নয়নভাগা: পিইডিপি - ২ এর কাজ। • শিক্ষায়তনে শিশুর প্রতি শাস্তি প্রতিরোধে কাযর্কর ব্যবস্থা চাই।

• দুইটি পত্র ও স্কুলে শাস্তি। • শিক্ষার অধিকার: আমাদের অঙ্গীকার সমূহ। • শিশুরা শেখে না আমরা শেখাই। • প্রাথমিক শিক্ষক নিয়োগ: এমপি-মন্ত্রীদের ক্ষোভ। লেখক বইটি উrসর্গ করেছেন তাঁর প্রয়াত শিক্ষক এর উদ্দেশে।

কিন্তু, তিনি কী জানতেন যে, বইটি যন্ত্রস্ত থাকা অবস্থায়ই তিনিও চলে যাবেন না ফেরার দেশে? দু:খজনক ঘটনাটি হলো গত ২৬ জানুয়ারি ২০১১ মাত্র ৪০ বছর বয়সে বইটির রচয়ীতা জীবন দে শ্যামল ইহলোক ত্যাগ করেন। ছাত্রাবস্থা থেকেই প্রগতিশীল রাজনীতির সাথে সম্পৃক্ত একজন হিসেবে তাঁর জীবনের অভিজ্ঞতা থেকে সঞ্চিত জ্ঞান ও উপলব্ধিগুলোই এ বইএ তিনি রেখে গেছেন। এটিই তাঁর রচিত প্রথম বই। যদিও বিভিন্ন জাতীয় দৈনিকে এর আগে তাঁর অনেক লেখা প্রকাশিত হয়েছে। এ বইটি উন্নয়ন কর্মী, পেশাজীবি বিশেষ করে শিক্ষা সম্প্রসারণ বিষয়ে যারা ভাবেন তাদের জন্য বেশ কাজের হবে।

বইটির মূল্য ১৬০ টাকা। আমরা জীবন দে শ্যামলের আত্মার শান্তি এবং সে সাথে বইটির বহুল প্রচার কামনা করি।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।