আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববার্তা ২ : ব্যালট পেপার যখন এক মিটার, প্রার্থীর নাম পড়তে হয় আতস কাঁচ দিয়ে -- ভিডিও সহ

মন যা চাই তাই লিখি
আপনার কি ব্যালটে ভোট দেবার অভিজ্ঞতা আছে?সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে এক বার অষ্ট্রেলিলার এক প্রদেশে যাওয়া যাক,যেখানে ব্যলটের দৈঘ্য এক মিটার। শুধু তাই নয় সেই পেপারের লেখা এতই ছোট যে পড়তে লাগবে আতস কাঁচ।তাই সহজে প্রার্থীর নাম বেছে নিতে ভোটার দের কয়েক হাজার আতস কাঁচ সরবরাহের নির্দেশ দিয়েছেন সে দেশের নির্বচন কমিশন। কিন্তু আপনারা বলবেন এত বড় মাপের ব্যালট পেপার কেন? কারণ -- ভিক্টোরিয়া রাজ্যের আসন্ন নির্বাচনে কমপক্ষে ৫৭ টি দল প্রার্থী দিয়েছ। একই সঙ্গে নির্দল প্রার্থীর সংখ্যা বেশ লম্বা। সব প্রার্থীর নাম আঁটকাতে ব্যলট পেপারের লেখার আকারও হয়েছে অনেক বড়। আপনি কি কখনো কল্পনা করেছেন???
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।