আমাদের কথা খুঁজে নিন

   

অর্ণবের 'রোদ বলেছে হবে'

নির্ঝরের স্বপ্নভঙ্গ

অর্ণবের গান মানেই অন্যকিছু। ভিন্নতা। প্রায় প্রতিটি অ্যালবামেই রয়েছে নতুনত্ব। 'রোদ বলেছে হবে' অ্যালবামের গানের লিরিক্স দিলাম। আমার সবচেয়ে ভালো লাগা দুটি গানের লিরিক্স এখানে দিলাম।

বাকি গুলোর লিংক দিয়ে দিলাম। ১। শিরোনামঃ চিঠি পাঠাও কন্ঠঃ অর্ণব কথাঃ বিক্রম সিং সুরঃ অর্ণব অ্যালবামঃ রোদ বলেছে হবে মেঘের নীচে চাঁদোয়া নীল মফঃস্বল মেঘের নীচে হেসেল ঠেলে বিষণ্ণতা তুমি কি আর মেঘের কাছে চিঠি পাঠাও আগের মতো ভিজিয়ে নাও চোখের পাতা(২) শালের বন ছুঁলো যেমন কত আকাশ সাঁকোর পাশে ভিজছে জলে বসতবাটি প্রতিটি বুক দূরত্বকে ছুঁয়ে নেবে প্রতিটি চোখ ছুঁয়ে নেবে শীতল পাটি শীতলপাটি চিনেছে রাত চিরকাঙাল চির কাঙাল স্নেহের মতো একটু দিন(২) ভেঙেছে কতো নষ্ট ঢেউ উন্মাদের কতো না মেঘ মেঘের কাছে বেড়েছে ঋণ এসব ঋণ ভুলে যাওয়ার পথ কোথায় এসব ঋণ মুছে দেবার অন্ধকার ঘুমন্ত কে প্রতিদানের চিহ্ন দাও আরো আঘাত সকল নিয়ে বেঁচে থাকার মেঘের নীচে চাঁদোয়া নীল মফঃস্বল মেঘের নীচে হেসেল ঠেলে বিষণ্ণতা তুমি আবার মেঘের কাছে চিঠি পাঠাও ভিজে পাগল ভিজুক আবার চোখের পাতা(২) ২। শিরোনামঃ আমি যদি ডুইবা মরি কন্ঠঃ অর্ণব কথাঃ অর্ণব, ফারিহা সুরঃ অর্ণব অ্যালবামঃ রোদ বলেছে হবে আমি যদি ডুইবা মরি ভবসাগরে আসবি কি তুই আমার সাথে ডুইবা ওপারে (২) ছাইড়া আসলাম সব তোর ঘাটে এক হাতে কথা আর মন অন্য হাতে ছাইড়া আসবো সব তোর কাছে চলরে আমার সাথে যাবো ওপারে ডুইবা গেলে মিইশা যাবো যদি আমার মন হারে শেষে ডুইবা গেলে মিইশা যাবো ভাঙ্গা ঝিনুকের দেশে রাত্রি হলে সাগর পারে খুইজা হাতে নিবি শেষে? ছাইড়া আসলাম সব তোর ঘাটে এক হাতে কথা আর মন অন্য হাতে ছাইড়া আসব সব তোর কাছে চলরে আমার সাথে যাবো ওপারে আমি যদি ডুইবা মরি ভবসাগরে আসবি কি তুই আমার সাথে ডুইবায় ওপারে এছাড়াও অ্যালবামে আরো নয়টি গান রয়েছে। লিরিক্সের লিংক দিয়ে দিলাম।

৩। রোদ বলেছে হবে ৪। কে আমি ৫। মন খারাপ ৬। একটা মেয়ে ৭।

মেঘ ফেটে গেছে ৮। মাথা নিচু ৯। ইনিয়ে বিনিয়ে ১০। বিড়ি ১১। প্রতিধ্বনি



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।