আমাদের কথা খুঁজে নিন

   

চালু হল দেশের সর্ব প্রথম সম্পূর্ণ “বাংলা টেকনোলজি সার্চ ইঞ্জিন”

পরে লিখবো বাংলাদেশের সর্ব প্রথম শুধু মাত্র টেকনোলজি ভিক্তিক “বাংলা সার্চ ইঞ্জিন ” প্রযুক্তির সব কিছু এখন হাতের মুঠোয়। কম্পিউটার, হ্যাকিং, মোবাইল টিপস এবং ট্রিকস যাই প্রয়োজন সার্চ করলেই পেয়ে যাবেন সমস্ত বাংলা টেকনোলজি আর্টিকেল গুলো। ইংলিশ অথবা বাংলা যে কোন কিওয়ার্ড ব্যবহার করলেই পেয়ে যাবেন বাংলা সার্চ রেজাল্ট কারন এটি সম্পূর্ণ “বাংলা টেকনোলজি সার্চ ইঞ্জিন” . প্রযুক্তির যে কোন তথ্য এবার আপনি নিজে নিজেই সার্চ করে খুজে বের করতে পারবেন খুব সহজেই। সার্চ বারে আপনার কাঙ্ক্ষিত সফটওয়্যার অথবা যে কোন কিছু লিখে দিলেই রেসাল্ট বের হয়ে আসবে। এটি আপাতত পরীক্ষা মূলক প্রকাশ করা হয়েছে।

যে কোন প্রকারের মতামত দিয়ে আমাদের আরো সাহায্য করুন। প্রযুক্তির এর বাংলা সার্চ ইঞ্জিনে রয়েছে সার্চ রেজাল্টের উপর ভিক্তি করে বিভিন্য ক্যাটাগরি সিস্টেম। এখুনি ভিসিট করুনঃ- find.tunerpage.com রেজাল্ট ক্যাটাগরি যে কোন কিছু আপনি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন বিভিন্য ক্যাটাগরি যেমন নিচে দেয়া হল। আপনার কাঙ্ক্ষিত বিষয়টি যদি হয় টিউটোরিয়াল তাহলে ওখানে ক্লিক করলে আপনি সকল টিউটোরিয়াল গুলো দেখতে পারছেন। এছারা রয়েছে ইমেজ সার্চ করার আলাদা অপশন।

আপনি যে কোন ইমেজ খুজে নিতে পারবেন আমাদের এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে। সার্চ ইঞ্জিনটি খুব হালকা করে তৈরি করা হয়েছে সহজেই লোড হতে পারবে এমনকি মোবাইল ব্যবহার করেও আপনি এটি ব্যবহার করতে পারবেন। হ্যাকিং সমাধান টিউটোরিয়াল TJ (ব্লগার) ডাউনলোড কম্পিউটার ট্রিকস এখুনি ভিসিট করুনঃ- find.tunerpage.com মতামত দিনঃ- সার্চ ইঞ্জিন সম্পর্কিত যে কোন মতামত আমদের নির্দ্বিধায় শেয়ার করুন মন্তব্য অথবা ইমেইল করে। আপনাদের প্রযুক্তি জীবন আরো সহজ করতেই আমাদের সমস্ত আয়োজন তাই দোয়া করে সবাই পোস্ট টি শেয়ার করে আমাদের সহ সবাইকে সাহায্য করুন বাংলা সার্চ ইঞ্জিন সম্পর্কে জানতে এবং ব্যবহার করে উপকৃত করতে। আপনার মতামতের উপর ভিক্তি করে পরবর্তীতে এটি আরো এডভান্স করা হবে আপাতত পরীক্ষা মূলক ভাবে প্রকাশ করা হল।

ধন্যবাদ সবাইকে। পাশে থাকুন টিউনারপেজের। আশ্রয় নিন তথ্যপ্রযুক্তির ছায়ায়। টিউনারপেজ ফেসবুক পেইজ টিউনারপেজ অফিসিয়াল ফেসবুক গ্রুপ টিউনারপেজ টুইটার ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.