আমাদের কথা খুঁজে নিন

   

এক অতৃপ্ত মুখের।

হ ম বৃরহস্ ৃ নডৃজটহাজদ মহসি

ঝিণুক তুমি কি কেবল সাদাই দেখো ? নতুবা মুক্তার রঙ্গে! খুজে কি কেবল মুক্তা তোল, ছুড়ে দেবার আগে...হা হাকার সনো না! নিজেকে চেনো না ! কোথাও কি হারতে আসেনা? অস্পষ্ট সেই স্রোতে হারানো , মরিচিকায় মেলানো এক মায়া ভরা বেদনা, যার সাথে বড়ো মিল , সমুদ্রের নোনা জলে ভেসে যাওয়া এক অতৃপ্ত মুখের। বড়ো বেশি অমিল তোমার আর জনেদের। ঝিণুকের বুকে জন্ম দেয় সে নোনা জলের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।