আমাদের কথা খুঁজে নিন

   

'কলমদাদি'র জন্য যুদ্ধ এবং জানা আপুকে একটি ধন্যবাদ

www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি"

আমাদের কলমদাদির প্রাপ্যটুকু সামান্য হলেও ফিরিয়ে দেবার প্রয়াস নিচ্ছি, যিনি কিনা আজীবন বিলিয়েই গ্যাছেন,শত প্রতিকূলতাতেও কারো কাছে হাত পাতেননি, শত অসুস্থতাও মুষড়ে পরেননি...আত্মসম্মানবোধ যার সবচে বড় সম্পদ...তার একটি কথা এখনও কানে বাজছে,"আমি ভাঙ্গবো,কিন্তু মচকাবো না"। বিগত সপ্তাহ খানেক জাতীয় হদরোগ ইনষ্টিটিউটে ভর্তি ছিলেন দাদি,আজই রিলিজ পেলেন.... এ ক'দিনে খুব কাছে থেকে দাদিকে দেখবার সৌভাগ্য হয়েছে ,খুবই নির্লিপ্ত এ সহজ মানুষটি অজীবন শুধু সবার জন্য করেই গেলেন,বিনিময়ে পেলেন একাকিত্ম ও অসহায় জীবন... মুক্তিযুদ্ধে স্বামী হারিয়ে দিশেহারা হয়েছেন,নিরবে অশ্রু ঝরিয়েছেন কিন্তু কাউকে বুঝতে দেননি কখনও... তাই তো জীবনের এই শেষ প্রহরগুলোতে আজ তার দাদুরাই একমাত্র আপনজন,ক্যাম্পাসের দাদুরের মুখের দিকে তাকিয়ে মৃত্যু যন্ত্রনাও হাসি মুখে বরন করতে প্রস্তুত তিনি... ব্লগে দাদিকে নিয়ে প্রচারনার শুরুর দিকে অবিভাবক হিসেবে জানা আপু কে সাথে পেয়েছি,সাথে পেয়েছি আরো অনেককে...যাদের অনুপ্ররনায় আজ এতোটুকু পথ আসবার সাহস যুগিয়েছে,পেয়েছি তাদের অমূল্য মতামত... বিশেষ করে দু একজনের নাম না বললেই নয়... ১)অরন্য(ব্লগার অস্তমিত গন্তব্য) 2)হুলো বেড়াল(তাপস দা) ৩)সাজ্জাদ(ব্লগার পেনসিল) ৪)মাহাবুব (ব্লগার রাষ্ট্রপ্রধান) ৫)শিবলী (ব্লগার শিবলী১২৩) ৬)কবীর (ব্লগার মুখপোড়া) আছেন আরো অনেকেই...যাদের আন্তরিক অংশগ্রহন আমাদের দাদিকে নিয়ে সামনে পথ চলবার প্রেরনা যোগাচ্ছে.. এই মুহুর্তে দাদির জন্য নিদিষ্ট কিছু এজেন্ডা নিয়ে এগুচ্ছি আমরা.. ✔ প্রথমে আমারা প্রাধন্য দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার যত কাছাকাছি সম্ভব তার জন্য একটা বাসার ব্যবস্থা করা, ✔ তারপর আমরা তার চিকিৎসাগত কিছু পদক্ষেপ নি্যে চাই,এই মুহূর্তে তার একটি থরো চেকআপ করানো দরকার,সেটিও আছে আমাদের মাথায়..এবং যার জন্য দরকার একটি ইমার্জেন্সি ফান্ডিং..যেটি ইতিমধ্যে আমরা মোটামুটি শুরুও করে দিয়েছি...আমরা মূলত দাদিকে প্রাইভেট কোন মেডিকেলের ভালো কার্ডিয়াক স্পেশালিস্ট দ্বারা চেক-আপ করাতে চাচ্ছি... ✔ এর আমরা যথাসম্ভব দ্রুত দাদির নিজ নামে একটা ব্যাঙ্ক একাউন্ট খুলবার চেষ্টা করছি,যেটিতে দেশ এবং দেশের বাহির হতেও যে কেউ সরাসরি সাহায্য পাঠাতে পারবেন...কিন্তু সেই একাউন্টটি খুলবার জন্য যে ন্যাশনাল এইডি কার্ডটির প্রয়োজন হয় সেটি এই মুহুর্তে দাদি না থাকায় এ প্রক্রিয়াটি কিন্চিৎ বিলম্বিত হতে পারে...এ ক্ষেত্রে বিস্তারিত জানতে এখানে যোগাযোগ করতে পারেন(তাপস-01753354848,অসামাজিক-01675694767,অরন্য-01716760437) দাদিকে নিয়ে আরো কিছু পরিকল্পনাও আছে আমাদের যা পরবর্তি ব্লগে এবং আমাদের কলমদাদি পেইজে জানিয়ে দেওয়া হবে... সর্বশেষ আমরা দাদির জন্য একটি পোষ্টারের ব্যবস্থা করছি যেটি মূলত বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা ছড়িয়ে দিতে চাই....ইতি মধ্যে তার কাজও শুরু হয়ে গ্যাছে... এটিই সেই পোষ্টার এ মূহুর্তে বিভিন্ন ক্যাম্পাসের থেকেও আমরা ব্যাপক সারা পাচ্ছি,সাথে চাই আপনাদের আরো স্বতঃস্ফূর্ত অংশগ্রহন,তবেই না আমাদের এ ক্ষুদ্র ঢেউ বিশাল জনসমুদ্র রূপ নেবে...আর শেষজীবনে দাদিকে আমরা ভাসিয়ে দেব খুশি আর আনন্দের বন্যায়.... তাতে যদি আমাদের অকৃতজ্ঞতার ভারটা কিছুটা হলেও কমে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।