আমাদের কথা খুঁজে নিন

   

ডিসিসির ওয়েবসাইটে কোন ওয়ার্ড কোথায় অবস্থিত বোঝার উপায় নাই

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ঢাকা সিটি কর্পোরেশনের ওয়েবসাইটটা দেখে মেজাজ খারাপ। টু্স্টার মিডিয়া নামে একটা কোম্পানী কি ওয়েবসাইট বানিয়েছে বুঝতেছি না - প্রতি পৃষ্ঠা ওপেন হইতে লাগে ঘন্টাখানেক। একটা সিটি সম্বন্ধে মানুষ জন যা পাইতে সবচেয়ে বেশী আগ্রহী তা হইলো সেই নগরের ভৌগলিক একটা মানচিত্র - কিন্তু আশ্চর্য্যের বিষয় হইলো এই ওয়েবসাইটটাতে নগরের ইন্ট্যারএ্যাকটিভ কোন মানচিত্র নাই। নগরবাসীর জন্য দ্বিতীয় আবশ্যক একটা বিষয় হইলো তার ওয়ার্ড সম্বন্ধে তথ্য সংগ্রহ। কিন্তু মাননীয় মেয়র মহাশয়ের বিশাল বিশাল প্রোফাইল থাকলেও কোন ওয়ার্ড কোন এলাকা লইয়া সে বিষয়ে কোনই তথ্য নাই। নাই ওয়ার্ড কমিশনারদের প্রোফাইল, পূর্বের ওয়ার্ড কমিশনারদের কোন পরিচিতি। নাগরিক সুবিধা প্রদানের প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের ওয়েবে যদি ওয়ার্ডের আয়াতন, মানচিত্র, সেখানের উল্লেখযোগ্য সরকারী প্রতিষ্ঠান ও সুবিধাদির বিষয় নাই থাকে তাহলে কেমনে এই ওয়েব আমাদের কাজে লাগতে পারে বুঝতেছি না। বার্থ, ম্যারিজ, ডেথ, ট্রেড লাইসেন্সের ফর্ম বিক্রি কইরা ই-গর্ভনেন্স কইরা ফেলবো মনে হয় সরকার!

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.