আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল যুগে চোরের দিন শেষ! ওয়েব ক্যাম দিয়েই চোর কে ধরে ফেলুন। আপনি ঘুমিয়ে থকলেও অ্যালার্ম বেজে উঠবে অথবা চোরের ছবি সহ আপনার কাছে ইমেইল চলে যবে!!!

নিঃস্বার্থভাবে সহযোগিতা করার মধ্যে রয়েছে অন্যরকম আনন্দ!
আজ আপনাদের কে এমন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেবো যেটি দিয়ে আপনার ওয়েব ক্যামেরা টি ক্লোজড সার্কিট ক্যামেরা হিসাবে ব্যাবহার করে নির্দিষ্ট স্থানে আপনার অনুপস্থিতে যে কেউ যদি ক্যামেরার সামনে আসে তা হলে আপনাকে অ্যালার্ম এর মাধ্যমে সংকেত দেবে!! অথবা আপনি চাইলে অটোমেটিক আপনার কাছে ঐ ব্যাক্তির ছবি সহ ইমেইল চলে যাবে। ব্যাপারটা আরো একটু সহজ করে বলি। মনে করুন ওয়েব ক্যামেরা টি আপনার রুমের মধ্যে বা বাইরে কোথাও সেট করলেন। এখন চোর যদি ওয়েব ক্যামেরার সামনে আসে তা হলেই অ্যালার্ম বেজে উঠবে। আর সেই সাথে ভিডিও রেকর্ড তো আছেই।

তাছাড়া আপনি চাইলে চোরের ছবি সহ ইমেইল পেতে পারেন। (এটার জন্যে নিচে আমার দেওয়া টিউটোরিয়াল লিঙ্কের মত করে সেটিংস গুলো অবশ্যই ঠিক মতন করে নিতে হবে)। এটা দিয়ে আপনি খুব সহজেই আপনার বাড়ি, অফিস বা যে কোন জায়গার নিরাপত্তার কাজে ব্যাবহার করতে পারবেন। এটি যে ভাবে কাজ করেঃ এই সফটওয়্যার টি তে "মৌশন ডিটেক্টর" প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। যার মাধ্যমে আপনার ওয়েব ক্যামেরার সামনে কোন অবজেক্ট সঞ্চালিত হলেই তা সহজেই ডিটেক্ট করতে পারে এবং প্রয়োজনে অ্যালার্ম সেট করলে তা বেজে উঠবে।

এবং ইমেইল নৌটিফিকেইশন সেট করলে ঐ অবজেক্ট এর ছবি সহ আপনার কাছে একটি ইমেইল চলে যবে। এটার জন্য অবশ্যই একটি ওয়েব ক্যাম লাগবে। আশা করছি যে কোন ওয়েব ক্যামে কাজ করবে। (আমার কাছে ২০০০ সালের আগে কেনা পুরাতন একটি ওয়েব ক্যাম রয়েছে সেটিও কাজ করছে। ) সুতরাং নতুন গুলোতে তো কাজ করবেই সেই সাথে পুরাতন গুলোতেও করবে।

প্রথমে সফটওয়্যার টি এখান থেকে ডাউনলোড করে নিন সম্পুর্ন ফ্রী তে!! তারপর অন্য সফটওয়্যার এর মতন স্বাভাবিক ভাবে ইন্সটল করুন। প্রয়োজনীয় সেটিংস গুলো ঠিক করে নিন। অনেক বেশি স্ক্রীনশট থাকায় এবং সময়ের কারনে এখানে সম্পুর্ন বর্ননা করতে পারলাম না। তবে সঠিক ভাবে কনফিগারেশন করার জন্যে আপনি এই পোস্ট টি খেয়াল করুন। এখানে আমি সম্পুর্ন পোস্ট টি অনেক আগেই বাংলাতে স্ক্রীনশট এবং বর্ননা সহ টিউটোরিয়াল আঁকারে দিয়েছি এবং সেই সাথে একটি ভিডিও টিউটোরিয়ালও রয়েছে।

আশা করছি এটি সবার উপকারে আসবে। এবং বুঝতে কোন অসুবিধা হবে না। এখন আর চোর ধরতে আপনাকে কষ্ট করে পাহাড়া দেওয়া লাগবে না। আপনি শুধু আপনার পিসি আর প্রয়োজনীয় সেটিংস গুলো ঠিক করে আপনার সফটওয়্যার এবং ওয়েব ক্যামেরা টি চালু রেখে নিশ্চিন্তে ঘুমান। তারপর চোর আসলেই আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে।

আর যদি ইন্টারনেট কানেকশান লাগানো থাকে তা হলে আপনার চোরের ছবি সহ একটি ইমেইল পাবেন। আজকাল এই ধরনের যন্ত্র বা সফটওয়্যার এর অনেক দাম। সেখানে আপনি শুধু মাত্র ওয়েব ক্যাম এবং সফটওয়্যার দিয়ে ফ্রী তে করতে পারছেন। আরো বিস্তারিত এবং টিউটোরিয়াল সহ পেতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে প্লাস বা মন্তব্য করবেন।

ধন্যবাদ সবাই কে। অনেকেই জনতে চেয়েছেন যে ভিডিওর মধ্যে যদি মানুষ বাদে কোন টিকটিকি বা ইদুর যায় তা হলে কি অ্যালার্ম বেজে উঠবে?? অথবা গাছের পাতা যদি নাড়া-চাড়া করে তা হলে কি অ্যালার্ম বেজে উঠবে?? হ্যাঁ অবশ্যই বেজে উঠবে তবে এটার সমাধানও আছে। এরকম ভাবে করতে হবে যেন শুধু মাত্র মানুষ ভিডিওর সামনে আসলে অ্যালার্ম বেজে উঠে। তবে অন্য কিছুতে যাতে অ্যালার্ম না বেজে ওঠে, তার জন্যে বেশ কিছু সেটিংস করতে হবে। এটা করার জন্যে এখানে ক্লিক করে আমার এই পোস্ট এর ২য় পর্ব টি দেখুন।

আবার মনে করুন একটা রুমের মধ্যে আপনার মোবাইল রাখা রয়েছে। আপনি ঐ মোবাইল এর দিকে ক্যামেরা টি তাক করে রাখবেন। তারপর কেউ যদি ঐ মোবাইল এ হাত দেই তা হলেই অ্যালার্ম বেজে উঠবে। আর যদি হাত না দেই তা হলে বাজবে না। এটা করার জন্য এখানে ক্লিক করে এই পোস্ট এর ২য় পর্ব টি পড়ুন।

ফেসবুকে আমাকে পেতে পারেন এখানে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.