আমাদের কথা খুঁজে নিন

   

আমার কিছু কথা..। মদীনা সনদ, ইসলাম বনাম জামাত-ই-ইসলাম

আমার লেখা পড়ে.................. মদীনা সনদ পড়ছিলাম । কয়েকটি ধারা দেখে প্রশ্ন মাথায় এলো । আশা করি যারা জামাত-শিবির করে তাদের কাছে যুক্তি যুক্ত উত্তর পাবো । ** সকলের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে; মুসলমান ও অমুসলমান সম্প্রদায় বিনা দ্বিধায় নিজ নিজ ধর্ম পালন করবে; কেউ কারও ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। ** মুসলমান, ইহুদী ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরষ্পর বন্ধুসুলভ আচরণ ।

** দুর্বল ও অসহায়কে সর্বতোভাবে সাহায্য ও রক্ষা করতে হবে। মহানবীর করা মদীনা সনদ নিঃসন্দেহে সর্বচ্চ মানবিকতা, নৈতিকতা, নিরাপত্তা দিয়েছে পৃথিবীবাসীকে । সনদ জুড়ে সব ধর্মের, ধরনের মানুষকে সমান আইনে রাখা হয়েছে । এজন্যই বোধহয় মহানবী (সঃ)-কে বলা হয় বিশ্বনবী । জামাত-ই-ইসলামি ও শিবিরের সদস্যরা অকাতারে বলে যান তারা ইসলাম কায়েম করতে চান ।

প্রথমত শিবিরের অনেকে ইসলামকে ভালোবেসে জামাতকে সমর্থণ করেন । যারা শিবিরের সমর্থক তাদের কাছে আমার প্রশ্নগুলো । আশা করি যুক্তিযুক্ত উত্তর পাবো অথবা তারা নিজেরা পাবেন । ১) মদীনা সনদেতো বলা আছে সকলে সমান ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে । তাহলে আপনারা কোন ইসলামের নিয়মে মন্দির, প্রতিমা ভাঙ্গছেন ।

পুড়িয়ে দিচ্ছেন হিন্দুদের বাড়ী ঘর ? ২) বলা আছে দুর্বল ও অসহায়কে শুধূ সাহায্য নয় রক্ষাও করতে হবে । তাহলে ভুল বুঝিয়ে আপনারা শিশু ও মহিলাদের মিছিলে এনে এক্কেবারে সামনের সারিতে রাখছেন এবং সশস্ত্র কর্মীরা তাদের পিছে থাকছেন । কোন ইসলামী নিয়মে আপনারা এসব অবুঝ শিশু এবং সরল মহিলাদের ঢাল হিসাবে ব্যাবহার করছেন ? -------------------------------------------------- মদীনা সনদ পড়ছিলাম । কয়েকটি ধারা দেখে প্রশ্ন মাথায় এলো । আশা করি যারা জামাত-শিবির করে তাদের কাছে যুক্তি যুক্ত উত্তর পাবো ।

** সকলের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা বজায় থাকবে; মুসলমান ও অমুসলমান সম্প্রদায় বিনা দ্বিধায় নিজ নিজ ধর্ম পালন করবে; কেউ কারও ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। ** মুসলমান, ইহুদী ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পরষ্পর বন্ধুসুলভ আচরণ । ** দুর্বল ও অসহায়কে সর্বতোভাবে সাহায্য ও রক্ষা করতে হবে। মহানবীর করা মদীনা সনদ নিঃসন্দেহে সর্বচ্চ মানবিকতা, নৈতিকতা, নিরাপত্তা দিয়েছে পৃথিবীবাসীকে । সনদ জুড়ে সব ধর্মের, ধরনের মানুষকে সমান আইনে রাখা হয়েছে ।

এজন্যই বোধহয় মহানবী (সঃ)-কে বলা হয় বিশ্বনবী । জামাত-ই-ইসলামি ও শিবিরের সদস্যরা অকাতারে বলে যান তারা ইসলাম কায়েম করতে চান । প্রথমত শিবিরের অনেকে ইসলামকে ভালোবেসে জামাতকে সমর্থণ করেন । যারা শিবিরের সমর্থক তাদের কাছে আমার প্রশ্নগুলো । আশা করি যুক্তিযুক্ত উত্তর পাবো অথবা তারা নিজেরা পাবেন ।

১) মদীনা সনদেতো বলা আছে সকলে সমান ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে । তাহলে আপনারা কোন ইসলামের নিয়মে মন্দির, প্রতিমা ভাঙ্গছেন । পুড়িয়ে দিচ্ছেন হিন্দুদের বাড়ী ঘর ? ২) বলা আছে দুর্বল ও অসহায়কে শুধূ সাহায্য নয় রক্ষাও করতে হবে । তাহলে ভুল বুঝিয়ে আপনারা শিশু ও মহিলাদের মিছিলে এনে এক্কেবারে সামনের সারিতে রাখছেন এবং সশস্ত্র কর্মীরা তাদের পিছে থাকছেন । কোন ইসলামী নিয়মে আপনারা এসব অবুঝ শিশু এবং সরল মহিলাদের ঢাল হিসাবে ব্যাবহার করছেন ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।