আমাদের কথা খুঁজে নিন

   

সউদির শ্রমবাজার বাংলাদেশিদের জন্য খুলেছেঃ ধন্যবাদ মান্যবর রাষ্টদুত, ধন্যবাদ সরকার

আমি করি চিৎকার, বলি বার বার বাংলাদেশ আমার দেশ

আজ ঢাকায় সৌদি ডেলিগেট দের সাথে বায়রার এক চুক্তি সম্পাদিত হয়েছে। ইতিমধ্যে হয়ত অনেকে তিভি নিউজে খবরটা দেখে থাকবেন। চুক্তিতে বলা হয়েছে যে সৌদি আরব গার্ডেন(মাজরা), চৌকিদার (হারেছ), হাউজ ড্রাইভার, খাদ্দামা(কাজের মেয়ে) নিয়োগ দেবে। দীর্ঘ কয়েক বছর এই ভিসা গুলো বন্ধ ছিল। এখন থেকে পুনরায় সৌদি আরব এসব কাজে লোক নিয়োগ দেবে, খবরটা শুনে আমার খুব খুশি লেগেছে।

হাজার হাজার লক্ষ লক্ষ বাংগালির কর্ম সংস্থান হবে এতে। হাঁসি ফুটবে হাজার হাজার পরিবারে, আরও খুশির খবর যে, শুধু মাত্র টিকেটের টাকা দিতে হবে, ভিসা কিনতে হবে না, আর হাউজ মেইড সম্পূর্ণ ফ্রি। বেতনও বাড়ানো হবে। তবে এ শর্ত জুড়ে দেয়া হয়েছে, দক্ষ লোক হতে হবে, দক্ষতার ব্যপারে বায়রা সার্টিফিকেট দিবে। ধন্যবাদ নবনিযুক্ত মান্যবর রাষ্টদুতকে যার অক্লান্ত প্রচেষ্টা এই সুযোগ এনে দিয়েছে, ধন্যবাদ বর্তমান সরকারকে অন্তত ১টা ভালো কাজ তারা করেছেন।

নিযুক্ত করেছেন যোগ্য রাষ্টদুত, যিনি প্রকৃতই একজন দেশ প্রেমিক। মান্যবর রাষ্টদূত আশ্বাস দিয়েছেন কফালা (মালিক ট্রান্সফার) চালু করা, ও ১৮ বছর বয়স্ক ছেলেদের বাধ্যতামুলক দেশে না পাঠানোর ব্যপারেও তিনি উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন। উল্লেখ্য যে বর্তমান রাষ্টদুত একজন মুক্তিযোদ্ধা হয়ত এ জন্যই দেশ ও দেশের মানুষের জন্য তিনি দরদ অনুভব করেন যা সাধারণত সরকারী আমলা/ কর্মচারী দের মধ্যে থাকে না। এখন সরকার যদি দেশের রিক্রুটমেন্ট এজেন্সি গুলকে টাইট দিয়ে রাখে, তাহলেই আমজনতা উপকার পাবে, বিদেশ যাত্রা হবে সহজ । ** ভিসা খোলার খবর গতকাল সৌদি ইংরেজিত্রিকা রিয়াদ ডেইলি তে এসেছিল বি: দ্রঃ আমাকে আওয়ামি চেলা ভাবার কোন কারণ নেই, আমি আমজনতারই একজন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।