আমাদের কথা খুঁজে নিন

   

দেখেন ধান্ধাবাজি কারে কয় (একটি রূপকথা , যদিও মডার্ন )

যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা।

এক দেশে ছিল একটা ....... কি ছিল জানো ?? কি ?? একটা পোলা । তারপর?? সেই ছেলেটা তো অনেক পড়াশুনা করতো । হু , তো কি হইছে ? সেই ছেলেটা অনেক শুকনাও ছিল ।

ও । একদিন ছেলেটা জানালার পাশে বসে পড়তে ছিল । জানালার পাশেই রাস্তা ছিল । রাস্তা দিয়ে একটা মেয়ে যাইতে ছিল । ছেলেটা মেয়েটার দিকে তাকায়ে সব পড়া ভুলে গেল ।

কেন , কেন ?? আরে , মেয়েটা সুন্দরী ছিল তো !!!! হ ,কইছে তোমারে । মোটকা একটা মাইয়া ছিল । আচ্ছা , যাই হোক , পরে কি হইল ??? পরের দিন আবারো মেয়েটা যাইতে ছিল , ছেলেটা আবারো তাকাইছে । হু । এরকম করতে করতে ছেলেটা পড়া রেখে খালি মেয়েটার জন্য অপেক্ষা করতো ।

তারপর ?? তারপর মেয়েটাও ছেলেটার জন্য দিওয়ানা হয়ে গেলো একদিন । ইশক ইশক । আহারে , পোলাটার জন্য খারাপ লাগতেছে । তারপর ??? তারপর আবার কি ?? তারা মনের সুখে প্রেম করতে লাইগলো। হইছে গল্প ??? শেষ ??? না না ।

অনেক বাকি আছে তো । ঠিকাছে কও । ছেলেটা খালি আমার লগে ঝগড়া করতো তোমার লগে মানে ??? না মানে , ওই রাজকন্যার লগে । ও , তো কি হইছে ?? ঝগড়া করবে না তো কি চুমা দিবে পোলা ?? পোলাটা মাইয়াটারে একটুও আহ্লাদ দিতো না । ও , ভালো ।

তারপর কি হইলো ?? তারপর একদিন তো রাজকন্যার সাথে পোলার সিরিয়াস ঝগড়া হইলো । ঝগড়ার পর পোলা কইল - আমি ভাত খামুনা । তারপর ?? তারপর রাজকন্যা অনেক রিকোয়েস্ট করলো ভাত খাওয়ার লাইগ্যা । কত্ত সোনা জাদু কইল । কিন্তু পোলা তো না সে তো এক খান গোঁয়ারের গোল্লা ।

ও , পোলাডা তো সেইরাম । যাই হোক , তারপর কি হইলো ?? তারপর তো পোলায় ভাত না খাইতে না খাইতে আরও শুকাইয়া গেলো । হু । তারপর , একদিন তো পোলার বিয়া এর বয়স হইলো । ও ।

পোলা তো কন্যার বাসায় গেলো বিয়া এর প্রস্তাব নিয়া । তারপর?? তারপর কন্যার মা কইল - তুমি এতো শুকনা ক্যান ?? তোমার লগে আমার মাইয়ার বিয়া দিমুনা । তারপর?? তারপর তো পোলা মনের দুঃখে বনের মধ্যে চলে গেলো । বনের মধ্যে কাঠ কাটতো আর একটা কুঁড়ে ঘরে থাকতো। মনের দুঃখ , শুকনা ,আর বিয়া না হওয়ার সাথে কাঠ কাটার কি সম্পর্ক ??? আছে , তুমি বুঝবা না।

ও , তারপর কি হইলো ?? তারপর একদিন পোলা জঙ্গলে কাঠ কাটতে যাইয়া দেখে এক রাজকন্যা পইড়া আছে জঙ্গলে । এই রাজকন্যা শুকনা ,আর অনেক সুন্দর। ও ,তারপর ?? তারপর ওই পোলার তো এইটা দেখে অনেক মায়া হল । সে রাজকন্যা কে তার ঘরে নিয়া আইল । কাহিনী তো বেশি ভালো ঠেকতাসি না , ইয়ে , তারপর ?? তারপর তো , কন্যার ঘুম ভাঙল ।

ঘুম ভাঙলে পরে পোলা জিগাইল -তোমার বাসা কই ?? এইখানে আইছিলা ক্যান ?? পরে কইন্যা কি কয় ?? কন্যা কইল যে , আমি অমুক দেশের রাজকন্যা । আমার বাবা মারা গেছেন । আর আমার সৎ মা আমাকে তাড়ায় দিছে । সৎ মা আর কোন কাম পায়নায় ?? না । তারপরে কি হইলো শোন ।

কি ?? তারপরে , ওই মেয়ে তো ওই পোলার কুঁড়ে ঘরে ২ -৩ দিন থাকলো । পোলা যা বন থেকে নিয়ে আসে ,খাবার দাবার , তাই খাইল । শেষে কি কয় জানো ?? কি ?? কয় , তোমাকে আমার ভাল লাগছে । আমি আর ফেরত জামুনা । এইখানে তোমার লগে থাকমু ।

আসো ,আমরা বিয়া করি । ও । রাজকন্যা তো খুব চুইট। তারপর তারা সুখে শান্তিতে তাদের জীবন কাটাইতে লাগলো । ভালো তো ।

তুমি এখন সুন্দরী ওই রাজকন্যা পাওয়ার ধান্ধায় আছো ,না??তাই ভাত খাইতেছনা, তাই না ?? চুপ !!!! আগে আমারে কও , তোমার মা আমারে পছন্দ না করলে তুমি অন্য জায়গায় বিয়া করার ধান্ধায় আছো ????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.