আমাদের কথা খুঁজে নিন

   

আমার তো মনে হচ্ছে চরম হরতাল হচ্ছে। ১২টার সময় সাইন্সল্যাব এলাকা দেখুন।

সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com

আমার অফিস টাইম বেলা ১২টা থেকে। বৃহস্প্রতিবার বাদে প্রতিদিন রামপুরা থেকে সাইন্সল্যাবে বাসে এসে হেঁটে অফিসে প্রবেশ করি। আজ হজরত আমিনীর ডাকা হরতালেও আমাকে অফিসে আসতে হল। সকাল এগারটায় বাসা থেকে বের হয়েছিলাম। বাস স্টপেজে গিয়ে দেখি দুইএকটা ফাল্গুন চলছে।

তেমন ভীড় নেই। আহ কি শান্তি, একটানেই এসে পড়লাম। মাত্র ২৫ মিনিটেই সাইন্সল্যাব। রাস্তা ঘাট একদম ফাঁকা, দোকান পাঠের সার্টার বন্ধ! আমার তো মনে হচ্ছে, একটা চরম হরতাল পালিত হচ্ছে। তবে আমি মনে করি, এই হরতাল হযরত আমিনীর ডাকে নয়।

মানুষ নিজ থেকেই এই হরতাল করছে! হুজুর আমিনী না ডেকে অন্য যে কেউ ডাকলেই এমন হরতাল এখন হয়ে যাবে বলে আমি মনে করছি। সরকার বাহাদুর হয়ত বগল বাজাবে, হরতাল হয় নাই! কিন্তু বিবেক কি বলে! আমার পরিস্কার মনে হয় - ১। মানুষ সরকারের আচরনে আর খুশি হতে পারছে না, ২। দ্রব্য মুল্যে মানুষ দিশেহারা, ৩। খাদ্য ভেজালে সারা বংলাদেশ সয়ালাব, ৪।

সন্ত্রাসে মানুষ চরম অতিষ্ট, ৫। জানযটে মানুষ নাকাল, ৬। রাষ্টের বিচারে মানুষ চরম অখুশি ইত্যাদি ব্যাপারে আমার মনে হয় মানুষ স্বত্বফুর্ত হয়েই এই হরতাল পালন করছে। সাইন্সল্যাব ওভার ব্রীজে দাঁড়িয়ে মিনিট দশেক আগে তিনটে ছবি তুলেছি, আপনাদের জন্য তা পেশ করলাম। দেখুন, আপনার এলাকার দৃশ্যও আশাকরি এমনই আছে।

নিউমার্কেটের দিকে মীরপুর রোড এলিফ্যন্ট রোড়ের রাস্তা আপনারা কি বলেন! আমি কি মিথ্যা বলছি! মানুষ সরকারের কাছে যা আশা করেছিল তা পুর্ন হচ্ছে না বলেই, মানুষ হরতাল করছে, নারী নীতি সাধারন মানুষের কাছে কোন ব্যাপারই নয়। বাংলার মানুষ এত বোকা নয়, শধু ক্ষমতায় গিয়ে সরকার বাহাদুরের মাল গুলোই বোকা বনে যায়! আফসোস.। .। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।