আমাদের কথা খুঁজে নিন

   

১৭ মাসের মার্কিন যমজ শিশু স্যাম আর রেনের আলাপচারিতাঃ ভাষা ও শিশু বিশেষজ্ঞদের ঘুম হারাম

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি

মার্কিন দুই শিশু একজনের নাম স্যাম অন্যজনের নাম রেন। ওরা দু'জন যমজ ভাই। বয়স মাত্র ১৭ মাস। এই দুই শিশুর 'কথোপকথন' এখন ইন্টারনেট দুনিয়ার সুপারহিট। রান্নাঘরে দুইভাইয়ের এই আলাপচারিতার দুই মিনিট আট সেকেন্ডের এই বিরল দৃশ্যটি তাদের মা অ্যাবি ভিডিও করে ইন্টারনেটের ওয়েবসাইট ইউটিউবে ছেড়েছেন। লিংকঃ http://www.youtube.com/watch?v=GEXFMm1JNk4 দুই ক্ষুদে শিশু একে অন্যের সঙ্গে বেশ খোশ-মেজাজে বাতচিত করছে! তারা ঠিকমতো দাঁড়াতেই পারে না। রান্নাঘরের ওভেনের একটি রডে ভর করে দাঁড়িয়ে কথা বলছে। একজন কিছু একটা বলছে, অন্যজন তা শুনে 'জবাব' দিচ্ছে! দু'জনের প্রতিক্রিয়া দেখে যে কারোরই মনে হবে, একজন অন্যজনের কথা বুঝে শুনেই তার জবাব দিচ্ছে! ঠিক প্রাপ্তবয়স্ক মানুষের মতো! Click This Link তাদের নিয়ে খবর প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত টিভি চ্যানেল এবং বড় বড় পত্রিকা। ভাষা বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞরাও ঘুম হারাম করছে তাদের বাতচিতের আসল মর্ম উদ্ধারের! কারণ ভিডিও দেখে কারো মনে হবে না দুই শিশুর ওই আলাপচারিতা 'অর্থহীন' ছিল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।