আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কবে সচেতন হবো????

বদলে গেছে দিন......বদলাইনি আমি

ঢাকা বাংলাদেশের রাজধানী। এই রাজধানীর রয়েছে বেশ কয়েকটি উপাধি যার মধ্যে 'তিলোত্তমা' উপাধিটাই বেশি শোনা যায়। তবে সাম্প্রতিক ঢাকার অবস্থা দেখে আমরা শুধু বিস্মিতই হই। মাঝে মাঝে মনে হয় এই 'তিলোত্তমা' উপাধিটি যিনি দিয়েছেন তিনি যদি বেঁচে থাকতেন তবে তিনি তার এই নামকরনের জন্য লজ্জাবোধ করতেন। সম্প্রতি লন্ডনভিত্তিক সাপ্তাহিক সাময়িকী ইকোনমিষ্টের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিষ্ট ইনটেলিজেন্স ইউনিট(ইআইইউ) বিশ্বের ১৪০ টি শহরের উপর বসবাস উপযোগিতা জরিপ চালায় যার মধ্যে বসবাসের অনুপযোগিতার দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়!!যেহেতু আমাদের কাছে ফলাফল রয়েছে সেহেতু আমাদের এখন এর কারন দেখা দরকার।

আমি ঢাকা মিরপুর এর একজন বাসিন্দা। তাই আমি আমার অঞ্চলের অবস্থা জানাচ্ছি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য ইআইইউ যদি মিরপুর এর অবস্থা ভালমত যাচাই করত তবে বসবাসের অনুপযোগিতার দিক দিয়ে বাংলাদেশ প্রথম হত!মিরপুর তুরাগ নদীর তীরে অবস্থিত। একসময় এই তুরাগ নদী হিসেবে বিখ্যাত হলেও সে এখন তার নদী উপাধি হারিয়েছে!নদী ভরাট হতে হতে এমন পর্যায়ে এসেছে যে এখন তাকে আর নদী বলা যায় না। নদীর দুই পাড় এখন অবৈধ দখলের শিকার! স্থানীয় কতৃপক্ষকে বার বার বলার পরেও তাদের এই বেপারে কোনো ভ্রুক্ষেপ নেই।

নদীভরাট এর সাথে এখন যুক্ত হয়েছে ময়লার পাহাড়। ময়লা ফেলার জন্য তারা কেন একটা সুন্দর নদীর তীর কে বেছে নিয়েছেন এইটার উত্তর তারাই ভাল দিতে পারবেন। বাঙালির সৌখিন জাতি হিসেবে একটা সুনাম থাকলেও তা বোধয় হারানোর পথে একমাত্র তাদের মূর্খতা এবং বোকামির কারনে। আমরা কি পারিনা আমাদের দেশটাকে বিশ্বের মানচিত্রে উজ্জ্বল করে তুলে ধরতে? আমরা কি পারিনা ঢাকা কে তার পূর্ব ঐতিহ্য ফিরিয়ে দিতে? আমাদের ভুলের কারনে যদি আমাদের দেশের মাশুল দিতে হয় তবে আমাদের এত ঐতিহ্য কিসের? কিসের এত গর্ব? আমরা হয়তো শিক্ষিত হয়ে মন্ত্রির পদে আরোহণ করতে পারি,কিন্তু যদি সেই পদটা দেশের মানুষের উন্নয়নের জন্য বিলিয়ে দিতে না পারি তবে তার মর্যাদা রইল কোথায়?সবশেষে একটা প্রশ্ন করে শেষ করতে চাই, আমরা কবে সচেতন হব?? আশা করি খুব শিঘ্রই এই প্রশ্নের উত্তর পাবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।