আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির দিনের শোনার মত লিরিকসহ ছয়টি গান

অন্ধকার; মৃত নাসপাতির মতন নীরব

বৃষ্টি পড়ে -বাপ্পা বৃষ্টি পরে, অঝোর ধারায়, বৃষ্টি পরে, লজ্জা হারায় বৃষ্টি পরে জলে ভিজে ঐ মেয়েটি,কে কি যে! ঐ ছেলেটা, আকাশ উপুর মনের ভিতর, অলস দুপুর বৃষ্টি পরে, মনে মনে বৃষ্টি পরে, আলিংগনে জোছনা রাতে, নীল আকাশে ছন্দে তালে, অঝোর ধারায় বৃষ্টি পরে।। ডাউনলোড এম্পিথ্রি অথবা আমি বৃষ্টি দেখেছি - অঞ্জন দত্ত আমি বৃষ্টি দেখেছি, বৃষ্টির ছবি একেছি আমি রোদে পুড়ে,ঘুরে ঘুরে অনেক কেঁদেছি আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার খেলা থামেনি শুধু তুমি চলে যাবে, আমি স্বপ্নেও ভাবিনি আমি বৃষ্টি দেখেছি চারটে দেয়াল মানেই নয়তো ঘর নিজের ঘরেও অনেক মানুষ পর কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে ঝাপসা চোখে দেখা এই শহর আমি অনেক ভেঙ্গেচুরেও আবার শুরু করেছি আবার পাওয়ার আশায় ঘুরে মরেছি আমি অনেক হেরে গিয়েও হারটা স্বীকার করিনি শুধু তোমায় হারাবো আমি স্বপ্নেও ভাবিনি আমি বৃষ্টি দেখেছি হারিয়ে গেছে তরতাজা সময় হারিয়ে যেতে করেনি আমার ভয় কখন কিসের টানে মানুষ পায় যে খুঁজে বাঁচার মানে ঝাপসা চোখে দেখা এই শহর আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক ঠকেছি আমি আগুন থেকে ঠেকে শিখে অনেক পুড়েছি আমি অনেক কষ্টে অনেক কিছুই দিতে শিখেছি শুধু তোমায় বিদায় দিতে হবে স্বপ্নেও ভাবিনি আমি বৃষ্টি দেখেছি আমি বৃষ্টি দেখেছি আমি বৃষ্টি দেখেছি ডাউনলোড এম্পিথ্রি আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি -তোমাকে দিলাম -শ্রীকান্ত আচার্য আমার সারাটি দিন, মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম ।। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাঁশিতে কান পেতে থাকি হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি বাতাসের বাঁশিতে কান পেতে থাকি তাতেই কাছে ডেকে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তাই ফিরিয়ে দিলাম আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম তোমার হাতেই হোক রাত্রি রচনা এ আমার স্বপ্ন সুখের ভাবনা চেয়েছি পেতে যাকে চাইনা হারাতে তাকে বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম ডাউনলোড এম্পিথ্রি আজ এই বৃষ্টির কান্না দেখে -নিয়াজ মোহাম্মদ চৌধুরী আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ঐ মুখ। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি; কতো দূরে যাবে বলো, কতো দূরে যাবে বলো? তোমার পথের সাথী হবো আমি... একাকিনী আছো বসে পথ ভুলে গিয়েছো তুমি; কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো? তোমার চলার সাথী হবো আমি... আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ঐ মুখ। ডাউনলোড এম্পিথ্রি ডাউনলোড এম্পিথ্রি বৃষ্টি নেমেছে - ওয়ারফেইজ বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী নিঝুম রাতে বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে উদাস করেছে এই রাত বৃষ্টি নেমেছে মনে পড়ে যায় আমার গাঁ বৃষ্টি নেমেছে ঐ মাটির ভালোবাসায় বার বার শুধু ডাকে ফিরে আয় আয় আয় স্মৃতির দুয়ার খুলে আমি পায়ে চলেছি মেঠো পথে কাশবন আর ঐ নদীর বাঁকে আমি সুর করি ঐ মাছরাঙা পাখির রঙে আমি গান ধরি ঐ শিস দেয়া পাখির ডাকে স্মৃতির দুয়ার খুলে আমি শুয়ে আছি কোন বটতলে নিঝুম আকাশে তারার হাসি আমি সুর করি ঐ নিঝুম রাতের কোলে আমি গান ধরি ঐ জেগে থাকা তারার ভাষায় বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী নিঝুম রাতে বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে উদাস করেছে এই রাত ডাউনলোড এম্পিথ্রি এই বৃষ্টি ভেজা রাতে - আর্টসেল এর লিংকন এর একটি অপ্রকাশিত গান এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে ন রাত কেনো আলো দেয় না পাখি কেনো গান গায় না তারা কেনো পথ দেখায় না তুমি কেনো কাছে আসো না? সমুদ্রের ঝড়ো হাওয়া বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় পাখির নিজুম ছন্দে বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় এই শরতের সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না কাশফুল কেনো ফুটে না, ছুয়ে ছুয়ে যায় না মেঘের ভেলায় ভাসেনা, ভেসে তুমি কেনো আসো না? ঝরে যাওয়া সব অশ্রু বলে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় হৃদয়ের যত অনুভুতি আছে তারা তোমাকে চায়, তারা তোমাকে চায় এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে সময় আমার কাটে না পৃথিবী কেনো হাসেনা, হৃদয়ে দোলা দেয়না আবেশেতে জড়ায়না তুমি কেনো কাছে আসোনা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।