আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর অবস্থা কি?



সংবাদ আর নাটক ছাড়া বাংলাদেশী চ্যানেলগুলোর অন্যান্য অনুষ্ঠান ভাললাগা থেকে নিয়মিত দেখেন এমন লোক খুব কম পাওয়া যাবে। কারন কী? বেশ কিছুদিন ঘেটে ঘুটে সব চ্যানেলের অনুষ্ঠানগুলোর একটা তালিকা বানানোর পর মনে হলো আসলে দেখার কিছু নাই। বিভিন্ন চ্যানেলের প্রোগ্রামগুলো আমাদের মনের খোরাক মেটাতে ব্যর্থ । এ দেশের নাগরিক জীবনের ধ্যাণধারনা আগের চেয়ে তুলনামূকভাবে অনেকবেশি খোলামেলা, যাকে বলে মুক্ত চিন্তা। বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আগের চেয়ে আরো গভীরভাবে ভাবতে শিখেছি।

কিন্তু সমস্যা বেধেছে অন্যজায়গায়। সামাজিক জীবনের গন্ডীর মধ্যে জটিলতা বেড়েছে অনেক। পরিবার এবং সমাজের অন্য মানুষগুলোর সাথে সম্পর্কের ব্যপারে আমরা আগের চেয়ে অনেক সংকীর্ণ হয়ে গিয়েছি। কোনো সম্পর্কের ব্যপারে আমরা তৃপ্ত নই। পারিবারিক সামাজিক অথবা রাজনৈতিক কোনো সম্পর্কের মাধ্যমে আমরা সুখ পাই না।

পরিবারের কেউ ভাল বন্ধু না, পরিবারের বাইরের যে বন্ধু সে বিশ্বস্ত না। আমাদের মনের ভেতর একটা অদৃশ্য ঝড় চলছে। প্রকৃতির ঝড় আপনাআপনি থামে, মনের ঝড়কে থামাতে হয়, সময়মতো এই ঝড়ের গতিপ্রকৃতি পরিবর্তন না করলে সামাজিক জীবনে চরম অবস্থার সৃষ্টি হবে। বাঙলাদেশের টিভি চ্যানেলগুলো সনাতন চিন্তা-ভাবনা বাদ দিয়ে নতুনভাবে সাজানো উচিত। বিটিবভ বাদে অন্য চ্যাণেলগুলোর একটি বড় দোষ হলো তারা সকল বিষয়কে ঠেলেঠুলে রাজনীতির মধ্যে নিয়ে যান।

এই মানসিকতা পরিহার করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.