আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোন থাকলেই ব্যাংক হিসাব খুলবে; হাইজ্যাক জালিয়াতির আরএক দুয়ার খুলবে!!!

প্রযুক্তি মানুষকে দ্রুতালয়ে নিয়ে যায় এক প্রস্তুত বিশ্বায়নের দিকে। ব্লগ তার একটি বিরাট বাহন

ডাচ্ বাংলা ব্যাংকে মোবাইল ব্যাংকিং চালু করতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন দিয়েছে আরও ৯টি ব্যাংকে। কল রি-চার্জ/ফ্লেক্সিলোড করেন যারা তারাই একাউন্ট খুলেছে। রিটে-ইলার/ফ্লেক্সিলোডের লোকই টাকা জমা নিবে।

মোবাইল ফোন নম্বরটি হবে তার একাউন্ট নম্বর হবে। যখন জমা রাখবেন তখনেই উঠাতে পাবেন যেকোন জায়গা থেকে। সিম দিয়েই টাকা উত্তোলন করতে পারবে। সিম হারিয়ে গেলে/চুরি হলেই টাকা উত্তোলন বন্ধ। সুদের হার ব্যাপারে নিশ্চিত না! হাজার নিরাপত্তা সত্ত্বেও ব্যাংক জালিয়াতি কোনভাবেই ঠেকানো যাচ্ছে না।

এখন মোবাইল সিম দিয়েই টাকা জমা উত্তোলন করতে পারা গেলে বুঝেন মোবাইল চুরি, চাঁদাবাজি, মোবাইল হাইজ্যাক কি হরে বাড়বে? এমনিতেই পাড়ায়-পাড়ায় মোড়ে-মোড়ে হাইজ্যাক চাঁদাবাজি। আরও যদি সিম দিয়ে টাকা উত্তোলন হয়। তবেতঃ চালু হবে- হ্যালো অমুক সিম একাউন্টে টাকা পাঠাইয়া দে!!!!! অমুক অসহায় তার মোবাইল নম্বরে টাকা পাঠান!! তমুকের জন্য জটিল রোগেভুগছে সাহায্য করিয়া টাকা পাঠান তার মোবাইল একাউন্টে। মঙ্গা এলাকায় সাহায্যের জন্য টাকা পাঠান অমুক মোবাইল নম্বরে। অন্যান্য সাহায্যত সারাবছর ব্যাপী চলতেই থাকে।

(আমি শুধু অসাধু/জালিয়াত কারীদের কথাই বলছি। ) আর সঙ্গে-সঙ্গেই উত্তোলন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.