আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীমঙ্গল সরকারী কলেজে অনার্স কোর্স চালু

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

শিার্থীদের দীর্ঘ দিনের দাবীর প্রেেিত গত বুধবার থেকে শ্রীমঙ্গল সরকারী কলেজে দুটি বিষয়ে চালু করা হয়েছে অনার্স কোর্স। বুধবার দুপুরে কলেজের নবনির্মিত ভবনে ফিতা কেটে অর্নাস কোর্সের জন্য শ্রেণীকরে উদ্বোধন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্য মো. আব্দুস শহীদ এমপি। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহম্মদ, কলেজের সাবেক অধ্য নিখিল ভট্টাচার্য। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ উপাধ্য আব্দুস শহীদ বলেন, আগামী শিাবর্ষ থেকে এই কলেজে আরো কয়েকটি বিষয়ে অনার্স কোর্স চালু করা হবে এবং কোর্সসমূহে শিার্থীদের আসন বৃদ্ধির আশ্ব^াস প্রদান করেন তিনি। কলেজে দু’টি বিষয়ের মধ্যে রাষ্ট্র বিজ্ঞান ও হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে। এতে প্রায় ১০০ শিার্থীর অনার্স পড়ার সুযোগ হয়েছে। এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার কলেজের শিার্থীরা অনুষ্ঠনটিকে সরগরম করে তুলে। এছাড়া নিজ এলাকায় অনার্স কোর্সে পড়ার সুযোগ হওয়াতে উপজেলার গরীব ও মেধাবী শিার্থীদের মনে আশার সঞ্চার দেখা দিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।