আমাদের কথা খুঁজে নিন

   

সবুজ ছায়ার শ্রীমঙ্গল

Hi, I am Masum. Web designing is my online professions. বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায়। আর মৌলভীবাজারের সব আকর্ষণীয় চা বাগানগুলো এ জেলার শ্রীমঙ্গলে। বর্ষা শেষে সবুজ সতেজ চা বাগানে বেড়ানোর মজাই আলাদা। এই সময়ে তাই দু-একদিনের সময় হাতে নিয়ে চলুন যাই শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে এসে প্রথমেই দেখুন চা বাগান।

মাইলের পর মাইল এখানে রয়েছে বিস্তীর্ণ বাগান। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর সময় চারিদিকে চোখে পড়বে শুধুই চা বাগান আর চা বাগান। পছন্দসই যে কোনো বাগানে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেখতে পারেন। চা পাতা তোলার মৌসুম এখন শেষের দিকে। কোনো কোনো বাগানে চা বাগানের শ্রমিকদের কর্মব্যস্ততা তাই চোখে পড়তে পারে।

চা বাগান দেখে চলুন দেশের একমাত্র চা গবেষণা ইনস্টিটিউটটি (বিটিআরআই) শ্রীমঙ্গল শহরের পাশেই। বিশাল চা বাগানের মাঝে বিটিআরআই-এর ক্যাম্পাসটি সবারই ভালো লাগবে। এখানে আছে চা পরীক্ষার ল্যাবরেটরি, বিটিআরআই উদ্ভাবিত বিভিন্ন প্রজাতির চা গাছ, ভেষজ উদ্ভিদের বাগান, পুরোনো চা গাছ। তবে এসব দেখতে হলে কর্তৃপক্ষের অনুমতি লাগবে। শ্রীমঙ্গল শহরের পাশেই রয়েছে চা শ্রমিক রমেশের জাদুকরী চায়ের দোকান নীলকণ্ঠ কেবিন।

দুই রং থেকে শুরু করে পাঁচ রঙের চায়ের জন্য বিখ্যাত এ কেবিন। প্রতিদিন সন্ধ্যায় পর্যটকদের ভিড় লাগে এখানে। স্বাদে খুব একটা মজাদার না হলেও গোপন কক্ষে বসে তৈরি করা রমেশ বাবুর এ চা পরখ করে দেখতে পারেন। শ্রীমঙ্গল শহর ছেড়ে কমলগঞ্জের পথে প্রায় আট কিলোমিটার গেলে গভীর এক জঙ্গলে ঢুকে পড়তে পারেন। এটি লাউয়াছড়া জাতীয় উদ্যান।

প্রায় ১২৫০ হেক্টর জায়গা নিয়ে এ উদ্যানে রয়েছে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, চার প্রজাতির উভচর, ছয় প্রজাতির সরীসৃপ, বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ২৪৬ প্রজাতির পাখি। প্রধান সড়ক ফেলে কিছুদূর চলার পরে ঢাকা-সিলেট রেল লাইন। এর পরেই মূলত জঙ্গলের শুরু। লাউয়াছড়া জাতীয় উদ্যানের অন্যতম আকর্ষণ হলো উল্লুক, চশমা বানর, মুখপোড়া হনুমান, লজ্জাবতী বানর ইত্যাদি। উদ্যানে বেড়ানোর তিনটি ট্রেকিং পথ আছে।

একটি তিন ঘণ্টার, একটি দু ঘণ্টার এবং অন্যটি এক ঘণ্টার পথ। উদ্যানের ভেতরে একটি খাসিয়া পল্লীও আছে। এ পল্লীরর খাসিয়া তরুণ-তরুণীরা উদ্যানে আগত দর্শনার্থীদের গাইডও করে থাকেন। প্রবেশপথে উদ্যানের কার্যালয় থেকে এরকম কোনো গাইড নিয়েই জঙ্গল ট্রেকিংয়ে যাওয়া উচিত। নয়তো পথ হারানোর ভয় আছে।

আরও ৪০ টি ভ্রমন স্থান সম্পর্কে জানতে -- দেশি ইনফো  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।