আমাদের কথা খুঁজে নিন

   

আসুন এইবার বন্দুক নিয়া আলোচনা করিঃ আজকের বন্দুক উজি

আমি... অতি সাধারণ একজন মানুষ। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ সাম.....
পূর্ণ নামঃ উজি [UZI] প্রচলিত প্রকরণঃ উজি সাব মেশিন গান/ মিনি উজি/ মাইক্রো উজি গুলির মাপঃ ৯ x ১৯ মিমি ধরনঃ ব্লো ব্যাক ওপেন বোল্ট, সেমি/ফুল অটোমেটিক দৈর্ঘ্যঃ ৪৭০ মি মি / ৬৫০ মি মি [বাট বন্ধ ও খোলা] ব্যারেল এর দৈর্ঘ্যঃ ৪০০ মি মি ওজনঃ ৩.৭ কেজি [খালি] মিনিট প্রতি গুলিঃ ৬০০ রাউন্ড ম্যাগাজিন ধারণক্ষমতাঃ ২৫,৩২ রাউন্ড কার্যকরী পাল্লাঃ ২০০ মি. মাজল ভেলোসিটিঃ ৪০০ মি/সে সংক্ষিপ্ত ইতিহাসঃ ১৯৪৯ সালের দিকে ভিন্ন ধরনের নকশার একটি সাব মেশিনগান নিয়ে উজিয়েল গাল নামক একজন ইসরায়েলী ক্যাপ্টেন ইসরায়েল আর্মির অভ্যন্তরীণ একটি প্রতিযোগিতায় বিজয়ী হন। ১৯৫০ সালে কাঠের বাট সহ সেই প্রথম প্রটোটাইপটি কর্মকর্তাদের এতটাই পছন্দ হয়েছিল যে সেটিকে তারা উৎপাদনের নির্দেশ দেন মাঠ পরীক্ষার জন্য। ১৯৫১ সাল থেকে আই এম আই [ইসরায়েলি মিলিটারি ইন্ডাস্ট্রি] বর্তমান আই ডব্লিউ আই এই উজি উৎপাদন করে আসছে। এর নকশার সাথে সবচেয়ে বেশি মিল লক্ষ্য করা যায় চেক প্রজাতন্ত্র নির্মিত এস এ ২৬ সাব মেশিনগানের ।

ধারনা করা হয় গাল তার হাতলের ভিতর ম্যাগাজিনের ধারণাটি এর থেকেই নকল করেছিলেন। এমনকি ১৯৪৪ সালের ব্রিটিশ এম সি ই এম ২ নামক পরীক্ষামূলক সাব মেশিনগান এর থেকেও তিনি অনেক অনুপ্রাণিত হয়েছিলেন। অতঃপর ১৯৫৬ সালে সিনাই মিশনের পুর্বেই এর নকশার কিছুটা পরিবর্তন করা হয়। সেই যুদ্ধে মরুভূমির ধুলোমাখা পরিবেশে নির্ভরযোগ্যতার একটি প্রতীক হয়ে দাঁড়ায় উজিয়েল গাল এর উদ্ভাবিত এই উজি। ১৯৬০ সালের দিকে কাঠের বাটের পরিবর্তে আসে স্টিলের তৈরি বাট যা কিনা এর আকার আরও ক্ষুদ্র করতে সহায়তা করে।

আকারে ক্ষুদ্র অথচ প্রচন্ড ফায়ারিং ক্ষমতার কারণে উজি তাই মূলত বিভিন্ন পুলিশ, গোয়েন্দা, সিক্রেট সার্ভিসের লোকদের দ্বারা আজও ব্যবহৃত হচ্ছে। উজি সাব মেশিনগানঃ মিনি উজি সাব মেশিনগানঃ মাইক্রো উজি সাব মেশিনগানঃ সবশেষে আপনাদের জন্য একখানা (লুল) উজি ভিডিওঃ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.