আমাদের কথা খুঁজে নিন

   

গ্রিনহাউজ গ্যাস থেকে বিকল্প জ্বালানি

ভালো ..তবে কালো

সম্প্রতি ইউনিভার্সিটি অফ মিনেসোটা-এর গবেষকরা গ্রিনহাউজ গ্যাস ব্যবহার করে বিকল্প জ্বালানি উদ্ভাবন করার ঘোষণা দিয়েছেন। গবেষকদের মতে, গ্রিনহাউজ গ্যাস কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করেই জ্বালানী তেলের বিকল্প তৈরি করা যাবে। খবর গিজম্যাগ-এর। গবেষকরা জানিয়েছেন, কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যের আলো থেকে হাউড্রোকার্বন তৈরি করতে ২ ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়েছে। এই হাইড্রোকার্বনকেই বিকল্প জ্বালানিতে রূপান্তর করা যায়। জানা গেছে, গবেষকরা নতুন এই জ্বালানির নাম দিয়েছেন ‘রিনিউএবল পেট্রোলিয়াম।’ গবেষণার ফল প্রকাশিত হবে বায়োলজিক্যাল কেমিস্ট্রি সাময়িকীতে। ইউনিভার্সিটি অফ মিনেসোটা-এর গবেষক ল্যারি ওয়াকেট জানিয়েছেন, কার্বন ডাই-অক্সাউড সবচেয়ে ক্ষতিকর গ্রিনহাউজ গ্যাস। আর ক্ষতিকর এই গ্যাসকে জ্বালানিতে রূপান্তর করলে পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানি সমস্যারও সমাধান হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।