আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে শেয়ার বাজারে লস থেকে লাভে মুক্তি পাইলাম ।



আমি, শেয়ার বাজারে যাইতে চাই নি, আমার কিছু ত্যাঁদড় বন্ধু, জোর করে প্রবেশ করালো । ওদের নাকি তথ্য ছিল শেয়ার বাজার না কি ওঠে যাবে আগামী বছর । যাক হাতে কিছু টাকা ছিল, অনেক দেখে গত বছর প্রথম দিকে কিনলাম OLYMPIC INDUSTRY এর শেয়ার ১৭০ টাকা করে । তারপর কয়েকমাসে তা ১oo নিচে চলে গেল । অনেক দিন কষ্টে থেকে আজ ২২০ টাকা করে বিক্রি করে এলাম , মাঝখানের প্রাপ্ত বোনাস শেয়ার সহ ।

আল্লাহ, মাফ করুক আর জীবনে শেয়ার বাজারে না , সংকল্প করেছি । এর মধ্যে ত্যাদড় বন্ধু কয় , দোস্ত আরেক খান পিস আছে ছয় মাসে ফিফটি পার্সন লাভ হবে , হাতে টিলাম একটা ঘুষি । তারপরও বললও আরে গাধা শুননা , বিডি সার্ভিস P/E রেসিও মাত্র ২ । তো চেক করে দেখলাম ঠিক আছে , কিন্তু কিনতে গিয়ে দেখি ভায়ার নাই । পরে দেখলাম পাবলিক শেয়ার মাত্র 0.09% ।

বর্তমান ৭.৩ টাকা হওয়ার পরও একজনরে দেখলাম ৮ টাকা তে বিড করছে । পরে বোকারে জিজ্ঞাসা করে কাহিনী শুনালাম , এইটা হোটেল রূপসী বাংলার শেয়ার । মাত্র ৫৫০০০ হাজার শেয়ার বাদে বাকি গুলো সরকারের হাতে , তাই বেচা কেনা একেবারে নাই । শেয়ার বাজার নিয়ে আমার পরামর্শ ঠকবেন না । যেই শেয়ার কিনুন তা যেন, এ ক্যাটাগরির এবং তার P/E রেসিও যেন কোন ভাবেই ৫ এর উপরে না হয় যদিও এই স্ট্যাটাস একেবারে হাতে গুনাহ কয়েকটা কোম্পানির আছে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।