আমাদের কথা খুঁজে নিন

   

মোহালি শহড়'কে ;নো ফ্লাই জোন' ঘোষনা করা হলো...

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

রাজনীতি যা পারে না বা পারবে না ক্রিকেট তা করে দেখাল। দুই চির শত্রুকে এক সুতোয় বেধে ফেলল। গলায় পড়াল ভালবাসা ও সম্মানের মাল্য। জ্বয়ধ্বনি দিচ্ছে সারা বিশ্ব।

উভয়ই পাচ্ছে বাহবা। সবাই বলছে জয় ক্রিকেট, ক্রিকেটের জয়। সমস্ত বিশ্বকাপের উত্তেজনাকে এক পাল্লায় রেখে অপর পাল্লায় দ্বিতীয় সেমিফাইনালকে রাখলে ওজন হয়ত খুব কম বেশি হবে না। তবে ইন্দোপাক ম্যাচের মধ্যমে যেই ইতিহাস রচিত হতে যাচ্ছে তা কিন্তু পুরু বিশ্বকাপে তার একছটাও হবে না। শুধু ইতিহাসই রচিত হচ্ছে তা কিন্তু নয়, হচ্ছে বিশাল প্রাপ্তিও।

সোনা দানা ব্যাবসা বানিজ্যের চেয়ে অনেক বড় এই প্রাপ্তি, কারণ এই প্রাপ্তি যে ভালবাসার। পাকিস্তান, ভারতের একটি ম্যাচ সবাই আশা করছিল এবারের বিশ্বকাপে। সবার চাওয়া মিলেও গেল। তাও আবার সেমিফাইনালে। তাই উত্তেজনার উত্তেজনাই আলাদা।

পাকিস্থান থেকে বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেবার ব্যাপারে ভারতের উস্কানি ছিল বলে যে অভিযোগ আসছিল সেই সব অভিযোগকে দুমড়ে মুচড়ে ফেলে দিল পাকিস্তান সরকার। আবার মুম্বাই হামলায় পাকিস্তানের সরাসরি হাত আছে বলে সারা বছরের চিৎকারও এবার নিশ্চুপ হয়ে গেল এই ক্রিকেটের বদলে। দাওয়াত দেয়া, গ্রহন করা সবই শেষ ও চুড়ান্ত। এবার সময় আসছে অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়। সেদিক থেকেও কোন অবজেকশনের পথ খোলা রাখলেন না ভারত সরকার।

খেলারদিন মাঠে থাকবেন দুই দেশের সরকার প্রধান সহ আরো অনেক ভিআইপি বৃন্দ। আর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যাবস্থা করার পাশাপাশি এবার সিদ্ধান্ত নেয়া হলো পুরু শহড়ের আকাশকেই মুক্ত রাখতে। ঘোষনা করা হলো নোফ্লাইজোন। খেলারদিন সকাল থেকে মোহালির উপরদিয়ে সবধরনের বিমান চলাচল বন্ধ ঘোষনা করা হলো। এভাবেই সম্মান জানানো হলো অতিথীদের।

তাই বলাই যায়, সরাবছর ধরে যেই গন্ডগোল রাজনীতিবীদরা বাধাচ্ছে ক্রিকেট এবার তা ধুয়ে মুছে দিতে যাচ্ছে। ধন্য ক্রিকেট ধন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.