আমাদের কথা খুঁজে নিন

   

কালকিনিতে নির্মাণাধীন সেতু ভেঙে পড়েছে ।

"বাউল মানুষ"

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় খালের ওপর নির্মাণাধীন একটি সেতু গত ২৩ মার্চ ভেঙে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, বনগ্রামের শরীফবাড়ির সামনের খালের ওপর নির্মাণাধীন সেতুটি ভেঙে পড়েছে। সেতুটি খালের দুই পাড় ও মাঝখানে ভেঙেছে। ভাঙা সেতুর নিচে এখনো সেন্টারিংয়ের বাঁশ ও কাঠ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এডিপির অর্থায়নে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর নাসির উদ্দিন ১৫ ফেব্রুয়ারি সেতুটি নির্মাণের কাজ শুরু করেন।

গত ১১ মার্চ সেতুর ঢালাই কাজ করা হয়। এর দুই-তিন দিনের মাথায় সেতুর দুই পাড়ে সংযোগ সড়কে মাটি ভরাট করা হয়। ২৩ মার্চ দুপুরে সেতুটি ভেঙে পড়ে। সেতু নির্মাণকাজে প্রায় এক লাখ ৩০ হাজার টাকা ব্যয় হয়েছে। এ ব্যাপারে ঠিকাদার গোপালপুর ইউপির চেয়ারম্যান মীর নাসির উদ্দিন বলেন, ‘সবকিছু কি সবসময় দাঁড়িয়ে থাকতে পারে রে কাকা? জিনিস দাঁড় করাতে গেলে টাকা খরচ করতে হয়।

মজবুত লৌহদন্ডের মত শক্ত সেতু চাইলে পয়সা খরচ করতে হবে। কিপটামি করলে সেতু খাড়া হবে না, বাঁশ কাঠ দিয়ে তাকে খাড়া করাতে হবে। আর বাঁশ দিলে বাঁশ খেতে হয়, এটাই দুনিয়ার রীতি রে কাকা। সরকারকে বলেন ভালমত টাকা দিতে, ঠাঠানো সেতু খাড়া করিয়ে দিব। ’ সাক্ষাৎকারের সময় মীর নাসির উদ্দিন হূমায়ূন আজাদ রচিত “সব কিছু ভেঙে পড়ে” উপন্যাসটি পাঠ করছিলেন।

রেফা: দৈনিক_মতিকণ্ঠ মাদারীপুর মতিনিধি | তারিখ: ২৭-০৩-২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।