আমাদের কথা খুঁজে নিন

   

যৌবনের গনত্ন্ত্র এবং বয়জৈষ্ঠ স্বাধীনতা কি দেবে জনগনকে !!!

আমি কি বাংলাদেশী না বাঙালী .................... দেশ স্বাধীন ৪২ ব‍ছরের বেশী অন্যদিকে আমাদের নব্য গনতন্ত্র ২০ বছর যা স্বৈরাচার পতনের মাধ্যমে জাতি অর্জন করেছে, তথাপি বয়সের তুলনায় আমাদের স্বাধীনতা এবং গনতন্ত্র কি পরিপুর্ন হয়েছে অদ্যবধি !! এ কোন স্বাধীন দেশ এবং কোন গনতন্ত্রে আমাদের বাস ? জাতি হিসাবে আমরা কি এতটা অদক্ষ্, অপরিণাদর্শী, নীতিহীন এবং অশোভন আচরনের অধিকারী । তাই তো আজ ৪২ বছরে আমরা নির্ধারন করতে পারি নি সভ্যতার কোন নিদর্শন । দেশের জনগনের প্রতিদিন তাদের প্রাত্যহিক কাজকর্ম-চলফেরা তে আইন ও নীতিমালা না মানার প্রবনতা দেশের সরকারগুলোর সাফল্যতাই প্রমান করে । সরকারগুলো যেমন নিজের পকেট ভাড়ীতে ব্যস্ত ছিল তেমনি তাদের সময় হয়নি জাতির সামনে একটি সুষ্ঠ মানদন্ড দাড় করাতে সেটা আইন-প্রশাসন, রাজনীতি বা সামাজিক অবস্থা হোক ! বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় যেখানে জাতিয় আয় সমানহারে এগিয়ে যাচ্ছে সেখানে জনগনকি পারছে সেদেশগুলোর জনগনের মতো করে জীবন ধারন করতে ? কারন রাজনীতিবিদদের হঠকারিতায় স্বাধীন পরবর্তী ৪২ বছর শেষ হতে চললেও আমাদের কৃষক কে দিতে পারিনি শষ্যের ন্যায্য দাম , পারিনি কোন নগদ ভুর্তকি দিতে, না পেরিছি কোন চ্যানেল সৃস্টি করতে যার মাধ্যমে কৃষক তার ন্যায্য মুল্য পেয়ে জীবন এগিয়ে নিতে পারে । আসলে আমাদের সরকারগুলোর সৃস্টি হয়েছে লুটরাদের হাতে, জনগন এখানে মূখ্য নয়, সরকারকে নির্বাচিত করার জন্য জনগন এর বেশী জনগনের কিছু নয়।

তো কোন দল কে কি বলার আছে জনতন হিসাবে আমাদের , তারমানে একটি কথা ষ্পষ্ট যে দল যত বেশী ক্ষমতায় আসীণ হয়েছে সে তত বড় চোর হয়েছে । আর যারা মুক্তিযুদ্ধ নিজেদের সম্পদ মনে করেন , তারা নিজেরাও যানেরন আসলে যুদ্ধের ময়দানে তাদের শরনার্থী ক্যাম্পগুলোতে কি কি খাবার পরিবেশন হয়েছে ....কোন মানুষ মারা গেছে.! যারা সত্যি যুদ্ধ করেছে তারা কতজন বাঙালী মারা গেল তার হিসাবে রাখা সম্ভব নয় ! তো তাদের সত্যি অবদান কি ? সত্যি বলতে ২৫মার্চ কালো রাতে মুজিব কে গ্রেফতার করার পর দেশের যে বিরাজমান নিরবতা বিরাজ করছিল তা কিভাবে মুক্তিযুদ্ধের শক্তিতে পরিনত হলো তা কেবর সে সময়ের প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী তাও যারা ঢাকা শহরে থেকে দেখেছে তারা জানে কে কিভাবে দেশ স্বাধীন করলো । যা কিনা নেতার মহাজ্ঞানী মাথায় আসেনি তাই তো বাথরুমে এক রিভলবার দিয়ে হানাদারদের গুলি করে দেশ শত্রু মুক্ত করতে চেয়েছিল !!! বর্তমান সরকার যেভাবে ইতিহাস শুধুই নিজেদের রঙে রাঙিয়ে নিছ্ছে তা মোটই শালীন নয় এত বড় বলে দাবী করা একটি দলের, রাজনৈতিক দলের বা বিখ্যাত ব্যক্তিবর্গের। মরহুম দুজন কে নিয়ে বর্তমান সরকার ইতিহাস সংংক্রান্ত যা করছে তাতে স্বয়ং বঙ্গবন্দ্ধু বেচে তাকলেও লজ্জা পেতেন আর আমরা জাতি হিসাবে হয়েছি লজ্ঝিত , যদিও সরকারী দলের কোন নেতা বা স্বয়ং প্রধানমন্ত্রী ও কিছু মনে করেন নি তবে একটি কথা মনে রাখবেন জনগনকে আপনারা যতই পথভ্রস্ট করেন না কেন তারা বারে বারে সত্যি ফিরিয়ে আনবে যা আপনাদের মিথ্যাচারকে করবে কলঙ্কিত । তাই দয়া করে খালো কথা বলুন জনগনকে আপনার ভালো চরিত্র, শুতিমধুর শব্দসমুহ, ভালো কিছুর নিদর্শন তা জনগন আপনাকেই ফেরত দেবে প্রতিউত্তরে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.