আমাদের কথা খুঁজে নিন

   

পেন্সিল আবিষ্কারের কথা

...........................

গ্রাফাইটের সাথে কাদামাটি মিশিয়ে পেনসিল তৈরী হয়। ১৭৯৫ সালে নিকোলাস কন্টি নামে এক ফরাসি নাগরিক পেনসিল তৈরী করেন। প্রাচীন গ্রিক ও রোমানরা পেনসিল ব্যবহার করত বলে জানা যায়। আঠারো শতকের শেষের দিকে কাঠের ভেতর গ্রাফাইট ভরে কাঠপেনসিল তৈরী করা হয়। মূলত উনিশ শতকের মাঝামাঝি সময়ে মেশিনে পেনসিল বানানো শুরু হয়।

গ্রাফাইট খুব নরম। এর সাথে কাদামাটি মেশালে এটি শক্ত হয়। গ্রাফাইটের সাথে কাদামাটির পরিমাণ কমবেশি করে শীষেকে অপেক্ষাকৃত নরম বা শক্ত করা যায়। মিশ্রণে গ্রাফাইটের পরিমাণ বেশি আর কাদামাটির পরিমাণ কম হলে শীষ হবে অপেক্ষাকৃত নরম। আর গ্রাফাইটের পরিমাণ কম হলে শীষ হবে অপেক্ষাকৃত শক্ত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।