আমাদের কথা খুঁজে নিন

   

পেন্সিল চোর



প্রথমেই বলে নেই, লেখালেখির হাত আমার মোটেও নাই। কিন্তু আমার বড় বোন খুবই উজ্জল প্রতিভা। সে সামুর একজন নিয়মিত ব্লগার। ঠিক করলাম তার পোস্ট এ উল্টা পাল্টা কমেন্ট দিয়ে তাকে চেতিয়ে দিব। তাই সামু তে রেজিস্ট্রেশন করলাম।

কিন্তু ঢুকে বুঝতে পারলাম এখানে সেফ হওয়া ছাড়া কমেন্ট করা যায় না। তাই লেখার অপচেষ্টা চালাচ্ছি। খারাপ লাগলে গালি দিয়েন না। কারণ আমি ছোট। হতে পারে সামুর সবচেয়ে পিচ্চি ব্লগার আমি ই! যাই হোক, একটা ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করি ।

আমি ঢাকার একটি বিখ্যাত স্কুল এ ক্লাস টেন এ পড়ি। আমার পাশে যে মেয়েটি বসে তার নাম বৃষ্টি। একদিন হঠাৎ সে ক্লাস এর মধ্যে চিত্কার করে আমাকে বলে উঠলো, আমার পেন্সিল কোথায়?? আমি তাকে বললাম, তা আমি কি জানি?? আমি চুরি করেছি নাকি?? সে বলল, করতেও পারিস !! আমি ক্ষেপে গিয়ে দাঁতে দাঁত চেপে আমার পেন্সিল বক্সটা এগিয়ে দিয়ে বললাম, নে চেক করে দেখ। সে বলল,চুরি করে কি আর পেন্সিল বক্স এ রাখবি ?? তবুও দেখি ! বক্স খুলে দেখা গেল তার পেন্সিল টা আসলে আমার ই বক্স এ. আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। পরে বললাম, আসলে আমার ঠিক এরকম একটা পেন্সিল ছিল,তাই নিজের মনে করে....।

সে আমার কোনো কথা না শুনে ক্লাস এর সবাইকে আমাকে দেখিয়ে চিত্কার করে বলতে লাগলো, এই মেয়ে পেন্সিল চোর ! সবাই এর থেকে সাবধান !! ক্লাস এর সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। বৃষ্টির দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তার সাথে কিছুক্ষণ তর্ক করলাম। সে বলল, একে তো আমার পেন্সিল চুরি করেছিস,তার উপর মুখে মুখে তর্ক !! আর কিছু বললাম না তাকে। বাসায় এসে এই ঘটনা ভাইয়াকে বলার পর সে বলল, তোর পেন্সিল লাগলে তুই আমাকে বলতি। তাই বলে শেষ পর্যন্ত মানুষের পেন্সিল চুরি করলি!! ছি তোকে এমন ভাবি নি ! রাগে দুঃখে আর কিছু বললাম না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।