আমাদের কথা খুঁজে নিন

   

অবকাশে আপিল চালানোর দাবি করবে গণজাগরণ মঞ্চ

মঙ্গলবার রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, “আমরা দেখেছি, বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় অবকাশের সময়ও আপিল/হাইকোর্ট বিভাগের কার্যক্রম চলেছে।
“যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার জন্য বুধবার সকাল ১১টায় প্রধান বিচারপতিকে স্মারকলিপি দেওয়া হবে। এর অনুলিপি যাবে আইনমন্ত্রী এবং এটর্নি জেনারেলের কাছেও।”
১ অগাস্ট আদালতের কার্যক্রম শেষে দেড় মাসের দীর্ঘ ছুটিতে যাচ্ছে উচ্চতর আদালত।
এছাড়া শাহবাগে আয়োজিত ‘ইতিহাসে পোট্রেট’ আলোকচিত্র প্রদর্শনী ৩ অগাস্ট পর্যন্ত চালিয়ে নেওয়ার কথাও জানান ইমরান।
ঈদের পর সারাদেশে এ আলোকচিত্র প্রদর্শনীর আযোজন করা হবে বলেও জানান তিনি।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বেলাল মোহাম্মদের মৃত্যুতে মঞ্চের পক্ষ থেকে শোকও প্রকাশ করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।