আমাদের কথা খুঁজে নিন

   

অসি সিরিজে বাংলাদেশ দল: মাশরাফি কাপালী ফিরলেন



অস্ট্রেলিয়া দলের আসন্ন বাংলাদেশ সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে কাল। বিশ্বকাপে আমাদের বারোটা বাজানোর পর নির্বাচকরা একটু হুঁশে ফিরেছেন। হয়তো পাবলিকের প্যাদানীর ভয়ে। কারণ বাংলাদেশ দলের খারাপ করার জন্য জন্য সর্বনাশা কোচ সিডন্সের সাথে নির্বাচকদের দিকেও আঙ্গুল তুলেছেন অনেকেই। অবশেষে দলে ফিরলেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা।

অনেক অনেক দিন পর দলে ফিরলেন আইসিএল পাপে পরিত্যক্ত অলোক কাপালী। নতুন মুখ শুভাগত হোম চৌধুরী। বাদের পালায় প্রথম শিকার মোহাম্মদ আশরাফুল। তাঁকে নেয়া হয়েছে ''এ'' দলে। দক্ষিণ আফ্রিকাগামী ''এ'' দলের তিনি অধিনায়ক।

বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন জুনায়েদ সিদ্দিকী, নাইম ইসলাম আর নাজমুল হোসেন। নাজমুলকে অবম্য রাখা হয়েছে স্ট্যাণ্ড বাই। তারমানে কি মাশরাফিকে আবার বাদ দেবার ধান্ধা ? নাজমুল অবশ্য বিশ্বকাপ দলে নামেই ছিলেন। মাঠে নামতে পারেননি। যথারীতি দলে টিকে আছেন সিডন্স-প্রিয় রাকিবুল হাসান।

আগামী ৯, ১১ ও ১৩ এপ্রিল মিরপুরে অস্ট্রেলিয়ার সাথে ৩টি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশ দল সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল খান (সহ-অধিনায়ক), মাশরাফি বিন মোর্তুজা, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, অলক কাপালী, শুভাগত হোম চৌধুরী,মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, আবদুর রাজ্জাক, সোহরাওয়র্দী শুভ, রুবেল হোনে, সফিউল ইসলাম। স্ট্যাণ্ড-বাই-নাজমুল হোসেন। আসন্ন সিরিজে বাংলাদেশের জন্য শুভ কামনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।