আমাদের কথা খুঁজে নিন

   

এবারের অস্কারে শ্রেষ্ঠ ডকুমেন্টারির স্বীকৃতি পাওয়া মুভি THE INSIDE JOB : একটি প্রায় মুভি রিভিউ

আমি জানিনা যে আমি জানিনা, আর আমি যে জানিনা আমি জানিনা সেটাও আমি জানিনা। অর্থাৎ আমি জানি যে আমি জানি, কিন্তু আসলে আমি জানিনা
আমার লেখার হাত জঘন্য, তা ছাড়া বাংলা দ্রুত টাইপ করতেও পারি না। এজন্য আমার কোন পোস্টই এক পাতার বেশি হয় না। দেখা যাক এটা কতদূর যায়। অস্কার অনুষ্ঠান দেখছিলাম।

বেস্ট ডকু হিসাবে ইনসাইড জব জিতল। সাধারণত পুরষ্কার জিতলে সবাই এসে কৃতজ্ঞতা জানায়। এই মুভির ডিরেক্টর এসে প্রথমেই যেটা বললেন সেটা হচ্ছে, ৩ বছর হয়ে গেছে ফিনানসিয়াল ক্রাইসিসের পর, এখন পর্যন্ত একজন ফিনানসিয়াল এক্সেকিউটিভও জেলে যায়নি এ পর্যন্ত পড়ার পর যারা ডাউনলোডের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাদের আর বিরক্ত করব না, এই নিন ব্লু রে রিপ মিডিয়াফায়ার ডাউনলোড লিন্ক http://www.mediafire.com/?cjrm9zp77zs5eh2 http://www.mediafire.com/?tfhfzq1fv9jxrtk http://www.mediafire.com/?ddhbau900j2pbz8 আশা করি এতক্ষনে বুঝে গেছেন মুভিটা হচ্ছে কিছুদিন আগে হয়ে যাওয়া গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস এর উপরে। বেশিরভাগ ব্লগার এর মত আমারও ভাসা ভাসা ধারণা ছিল কিন্তু এই মুভিটাতে একেবারে ডায়াগ্রাম একে বুঝিয়ে দেয়। আরেকটা কথা, এটা নামে ডকু হলেও আপনার দেখা যেকোন থ্রিলার মুভির মত ফ্যাস্ট মুভিং, আর মুভিতে কন্ঠ দিয়েছেন ম্যাট ডেমন।

আমি মুভিটা দেখছি ২ মাস হয়ে হয়ে গেছে, তাই সম্পুর্ণ রিভিউ দিতে পারলাম না, শুধু যে কয়টা পয়েন্ট মনে আছে সেগুলো শেয়ার করতে পারি প্রথম কথা হচ্ছে মুভিটাতে একেবারে পুরো ঘটনাটা কাভার করা হয়েছে। এমন কোন লোক নেই যাদের ইন্টারভিউ নেওয়া হয়নি, যার মধ্যে সিন্গাপুরের প্রাইম মিনিস্টার, ফ্রান্সের অর্থমন্ত্রী, বুশ/ওবামা প্রশাসনের টপ অফিসিয়ালস, লেখক, বিভিন্ন ফিনানসিয়াল অর্গানাইজেশনের সিইও, টপ বিজনেস স্কুলের প্রফেসরস(এরা বিরাট বড় কালপ্রিট ), এমনকি wall street এক্সেকি্উটিভদের ফেভারিট যে পতিতালয়টা তার মাসীরও ইন্টারভিউ নেওয়া হয়েছে এখানে এই ঘটনার মূল হোতা হিসেবে দেখান হয় বুশ প্রশাসনের টপ তিনজন উপদেষ্টাকে মজার ব্যাপার হচ্ছে ওবামা প্রেসিডেন্ট হওয়ার পর আবার এদেরকেই নিয়োগ দেন আমেরিকার টপ বিজনেস স্কুলের প্রফেসরদেরও ভাল বাঁশ দেয়া হয়েছে। এখানে দেখানো হয় প্রত্যেক প্রেসিডেন্ট এর উপদেষ্টা কমিটিতেই একজন প্রফেসর থাকেন এবং এইসব ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেন। আরেকটা ঘটনা দেখায়, একজন প্রফেসর "ইকোনমিক স্ট্যাবিলিটি ইন আইসল্যান্ড" এই নামে একটা পেপার পাবলিশ করেন, যেটা স্পন্সর করে আইসল্যান্ডের চেম্বার অফ কমার্স। পেপার পাবলিশ হওয়ার এক বছরের মধ্যে আইসল্যান্ডের অর্থনীতি ধসে যায়।

তখন উনি পেপারটার নাম চেন্জ করে বানিয়ে দেন ইকোনমিক ইনস্ট্যাবিলিটি ইন আইসল্যান্ড" ইন্টারভিউতে যখন বিষয়টা তোলা হয় তখন উনি বলেন, It must be a printing mistake আমাকে আশপাশ দিয়ে বিভিন্ন ভাবে লোকজন ডিস্টার্ব দিচ্ছে , এখন যেতে হবে, যাওয়ার আগে আমার প্রিয় আরেকটা মুভি রিভিউ লিন্ক দিয়ে যাই। এটার রিভিউ উনি না দিলে আমিই দিতাম Click This Link ভাল কথা, মুভির ডিরেক্টর চার্লস ফার্গুসন, আর মুভির imdb rating 8.1
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.