আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয়ে মুক্তিযুদ্ধঃ ঐতিহাসিক ৭ ই মার্চ , মুজিব দিলেন স্বাধীনতার ঘোষনা .. '' এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম '' ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

১,২,৩,৪,৫ ও ৬ই মার্চের দিন পুন্জি এইখানে .. আজ ঐতিহাসিক ৭ ই মার্চ । বাঙ্গালি জাতির ইতিহাসের এক অবিস্মরনিয় দিন ।১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিষ্তানি সামরিক জান্তার শোষন বন্ঞনার বিরুদ্দে দীর্ঘ ২৪ বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রমের পর বাঙ্গলি জাতির চুরান্ত মুক্তির ডাক দিলেন । রেসকোর্স ময়দানের সেই জনসমুদ্রে দাড়িয়ে বাঙ্গলি জাতির মুক্তি সংগ্রামের প্রতিক বঙ্গবন্ধু সে দিন দৃপ্তকন্ঠে ঘোষনা করেছিলেন বাঙ্গালির মুক্তিসংগ্রামের ঐতশাসিক মহাকাব্যের সেই অমর বানী, ''এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ''। বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষনে সবাইকে নির্দেশ দিলেন,'' যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো । মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, এ দেশের মানুষকে মুক্তকরে চাড়বো ইনশাল্লাহ''। মুলতঃ এই দিন থেকেই বাঙ্গালির মুক্তি সংগ্রামের প্রস্তুতই শুরু হয় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।