আমাদের কথা খুঁজে নিন

   

দ. আফ্রিকার ওয়েবসাইটে হামলা করছেন বাংলাদেশি হ্যাকাররা!

বাংলাদেশের একদল হ্যাকার দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা করছেন। দক্ষিণ আফ্রিকার ‘দ্য টাইমস’ দৈনিকের অনলাইন টাইমস লাইভে আজ মঙ্গলবার প্রকাশিত এ খবর জানানো হয়। পত্রিকাটির দাবি, এই দলটি এর আগে সীমান্ত হত্যার অভিযোগ তুলে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছিল।
বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস নামের হ্যাকারদের দলটি এখন পর্যন্ত একটি ওয়েবসাইটে হামলা করেছে, তবে হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ওই ওয়েবসাইটটি পিটারম্যারিটত্বার্গ ও জোহানেসবার্গের প্রায় ৩০টি কোম্পানির হোস্ট হিসেবে কাজ করে।

সাইটটির ডেভেলপাররা অবশ্য এখনো এ নিশ্চয়তা দিতে পারছেন না যে তাঁরা ব্ল্যাক হ্যাট হ্যাকারদের পরবর্তী হামলা ঠেকাতে সক্ষম।
পত্রিকাটি বলছে, পিটারম্যারিটত্বার্গের বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা রোববার সকালে লক্ষ করেন, তাঁদের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। শিশুদের বিনোদন ওয়েবসাইট প্লেডেইজের ওয়েবসাইটও হ্যাক হয়েছে। এটিতে কেবল লেখা ছিল ‘আপনি হ্যাক হয়েছেন’।
জার্মানিতে বাস করা ও ব্ল্যাক হ্যাটের সদস্য এক্সো ডেসমন্ড হামলার দায়দায়িত্ব স্বীকার করেছেন।

হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোর ডেভেলপার জুলিয়ান টিটশ্যাল ডেসমন্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি টিটশ্যালের সঙ্গে অভব্য ভাষায় কথা বলেন। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।