আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইন ম্যাগাজিন চালু করলো গুগল

ভালো ..তবে কালো

সার্চ জায়ান্ট গুগল এবার আড়ম্বরহীন ভাবেই একটি অনলাইন ম্যাগাজিন চালু করলো। গুগলের ত্রৈমাসিক এই ম্যাগাজিনটির নাম দেয়া হয়েছে ‘থিংক কোয়ার্টারলি’। আধুনিক প্রযুক্তি এবং ব্যাবসাভিত্তিক বিভিন্ন ফিচার নিয়েই সাজানো হয়েছে গুগল অনলাইন ম্যাগাজিনের ৬৮ পৃষ্ঠার প্রথম সংস্করণটি। খবর ম্যাশএবল-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিজনেসউইক এবং স্যালন ম্যাগাজিনের মতো গুগলের এই অনলাইন ম্যাগজিনটিতেও দৃষ্টিনন্দন ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে এবং ব্যবসা ও প্রযুক্তিভিত্তিক খ্যাতিমান লেখকদের লেখা রয়েছে। গুগল অনলাইন ম্যাগাজিনের প্রথম সংস্করণে লিখেছেন সাইমন রজার্স (গার্ডিয়ান ডাটাব্লগ), উইলরিখ রেইনহার্ড (উই ম্যাগাজিন) এর মতো বিখ্যাতরাও। জানা গেছে, যুক্তরাজ্যভিত্তিক প্রথম সংস্করণটির সম্পাদনা এবং ডিজাইনের দায়িত্বে ছিলো ক্রিয়েটিভ এজেন্সি দ্যা চার্চ অফ লন্ডন। অনলাইন ম্যাগাজিন বিষয়ে গুগল কর্তৃপক্ষের ভাষ্য, ‘ব্যস্ত এই বিশ্বে মানুষকে কিছুটা সময় দেয়ার জন্য অনলাইন ম্যাগাজিন চালু করেছে গুগল।’ অবশ্য, গুগল কর্তৃপক্ষ এই অনলাইন সংস্করণটিকে সংবাদমাধ্যম না বলে ওয়েবসাইটে একটি বই এবং যোগাযোগের একটি বিশেষ মাধ্যম হিসেবেই উল্লেখ করেছে। গুগলের এই অনলাইন ম্যাগাজিনটির ঠিকানা http://thinkquarterly.co.uk/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।