আমাদের কথা খুঁজে নিন

   

ইমাম মাহদী সম্পর্কিত অপপ্রচারের জবাব। (পূর্বের পর)

আড্ডা দিতে ভাল লাগে

ইজহারুল ইসলাম। বোখারী ও মুসলিম শরীফে ইমাম মাহদী সম্পর্কিত হাদীস রয়েছে। তবে, এখানে ইমাম মাহদীর নাম ও বংশ পরিচয় বা অন্য কোন বিবরণ উল্লেখ করা হয়নি। হাদীসগুলি নিচে উল্লেখ করা হলো, প্রথম হাদীস: عَنْ نَافِعٍ مَوْلَى أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَإِمَامُكُمْ مِنْكُمْ হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত রাসূল স. তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন তোমাদের মাঝে ইসা আ. অবতরণ করবে এবং তোমাদের মধ্য থেকে একজন ইমাম থাকবে? সহীহ বোখারী, হাদীস নং ৩৪৪৯, সহীহ মুসলিম হাদীস নং ৪০৯, এ হাদীসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম একমত যে, এখানে ইমাম দ্বারা ইমাম মাহদী উদ্দেশ্য। দেখুন, উমদাতুল কারী, খ.২৩, পৃ.৪৪৮।

ফাতহুল বারী, খ.১০, পৃ.২৫১। দ্বিতীয় হাদীস: وَحَدَّثَنِى مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا ابْنُ أَخِى ابْنِ شِهَابٍ عَنْ عَمِّهِ قَالَ أَخْبَرَنِى نَافِعٌ مَوْلَى أَبِى قَتَادَةَ الأَنْصَارِىِّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ্র كَيْفَ أَنْتُمْ إِذَا نَزَلَ ابْنُ مَرْيَمَ فِيكُمْ وَأَمَّكُمْ গ্ধ. সহীহ মুসলিম, হাদীস নং ৪১০। তৃতীয় হাদীস: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ قَالُوا حَدَّثَنَا حَجَّاجٌ - وَهُوَ ابْنُ مُحَمَّدٍ - عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِى أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ سَمِعْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَقُولُ لاَ تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِى يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ - قَالَ - فَيَنْزِلُ عِيسَى ابْنُ مَرْيَمَ -صلى الله عليه وسلم- فَيَقُولُ أَمِيرُهُمْ تَعَالَ صَلِّ لَنَا. فَيَقُولُ لاَ. إِنَّ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ أُمَرَاءُ. تَكْرِمَةَ اللَّهِ هَذِهِ الأُمَّةَ সহীহ মুসলিম, হাদীস নং ৪১২। ইমাম মাহদী সম্পর্কিত মোট তিনটি বর্ণনা বোখারী ও মুসলিম শরীফে রয়েছে। অন্যন্য কিতাবের বর্ণনাগুলিতে আরও বিস্তারিত নাম, বংশ পরিচয় সহ বিশদ বিবরণ উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইমাম মাহদীর উপর লিখিত কিতাবগুলো দেখা যেতে পারে। বিশেষ করে শায়খ মুহাম্মাদ বিন আহমাদ ইসমাইল আল-মুকাদ্দিম এর লেখা ৫৩০ পৃষ্ঠার আল-মাহদী নামক কিতাবটি এ বিষয়ে বিশদ বিবরণ সম্বলিত। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.