আমাদের কথা খুঁজে নিন

   

মল্লীগীতি-১২৯



তোমার দেয়া আগুন ওগো আমার চতুর জ্বলো আগুন থেকে তুলে দেখো আগুন থেকে তুলে দেখো নিখাদ মনটা ঝলো-মলো নিখাদ মনটা বাসে-ভালো তোমার দেয়া আগুন...... ওগো আমার চতুর জ্বলো তোমার খাঁটি আগুন আর আমার খাঁটি মন আকুল নিবেদনে (আবেদনে) আহা জ্বলুক অনুক্ষণ (২) উসল হোক ভালবাসা ধুসর হোক যত আশা তোমার আগুনে ঘি ঢালো... আমার চতুর জ্বলো হাত রেখেছি যাহার হাতে তাহার হাতেই খুন জলের তলে ডুবে দেখি বিস্মৃত আগুন(২) আমার হৃদয়টারি ঝিনুক মুখে তোমার মোমের ফোটা গালো... আমার চতুর জ্বলো (বসুন্ধরা-২৬/০৩/২০১১খ্রি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।