আমাদের কথা খুঁজে নিন

   

প্রিমিউম একাউন্ট



বর্তমানে আমাদের মধ্যে একটা চল শুরু হয়েছে, আমরা টিভি সিরিয়াল, সিনেমা বা কম্পিউটার গেইমস্ ডাউনলোড করি। কেননা বাজারের সিনেমার ডিভিডিগুলিতে কথা কাজের মিল থাকেনা, বেশীরভাগই ভালো কোয়ালিটির হয়না তাছাড়া মূল্যও অনেক বেশি । আর গেইমস্ কিনে আনলে দেখা যায় ভেতরে শত শত ভাইরাস দিয়ে ভরা। তাই ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার জন্য আছে দুই রকম প্রযুক্তি - ১ বিট্‌টরেন্ট (Bittorrent) এবং ২ এইচটিটিপি (Http) আমাদের দেশের ইন্টারনেট থেকে বিট্‌টরেন্টে তুলনামূলক কম স্পীড পাই ,আর যারা লোকাল টরেন্ট সাইটগুলো ব্যাবহার করেন তাদের কথা আলাদা.....স্পীড পাওয়া যায় না বিধায় আমরা এইচটিটিপি ব্যবহার করি। এখন এইচটিটিপি তে ঝামেলা হল যারা ফাইলগুলি আমাদের সাথে শেয়ার করে, তারা ফাইল হোস্ট করার জন্য বিভিন্ন সেবা ব্যবহার করে; যেমন- রেপিডশেয়ার, মেগাআপলোড, নেটলোড, মেগাশেয়ার, মিডিয়াফায়ার ইত্যাদী। এই সেবাগুলি ব্যবহার করার সমস্যা আছে। আপনি যদি টাকা দিয়ে একাউন্ট না করেন, তাহলে এক আইপি থেকে একের বেশী ডাউলোড করতে গেলে বাঁধা দিবে..... এজন্য প্রিমিউম একাউন্ট খুলতে হয় । আমাদের মত সাধারণ ব্যাবহারকারীদের ক্ষেত্রে এগুলোতে একাউন্ট খুলা ঝামেলার...... এই সব ঝামেলার সমাধান নিয়ে মিপোনি ডাউনলোড ম্যানেজার নামের ডাউনলোড ম্যানেজার দিয়ে খুব সহজে ফাইল গুলা ডাউনলোড করতে পারেন .....তবে এটা ব্যবহারের জন্য আপনার কম্পিউটারে শুধু ডটনেট ফ্রেমওয়ার্ক ২ ইনস্টল করা থাকতে হবে, অন্যথাই সবই বৃথা !!! প্রোগ্রামটি ইন্সটল হবার পর ওপেন করুন , যে সাইটএ লিঙ্ক আছে ওই সাইটএর লিঙ্ক কপি করে এড লিঙ্ক এ ক্লিক করুন, লিঙ্কটা পেস্ট করুন.... দেখবেন ডাউনলোড লিঙ্ক গুলা শো করতেছে ...... প্রয়োজন মত মার্ক করে ডাউনলোড দিন.... কিন্তু একটা কথা hotfile, filesonik ও fileserve এর জন্য ক্যাপচা দিতেই হবে মনে রাখবেন ..... এরকম পোস্ট আগে ছিল কিনা জানি না......আমি আবার দিলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.