আমাদের কথা খুঁজে নিন

   

এবার ফেসবুকের সব বন্ধু!!!

সবার আমি, আমার দেশ। আজ ছোট একটি টিউটোরিয়াল দিচ্ছি। কোন কোডিং লাগবে না। শুধুমাত্র দুইটি অপশনে দুইটি দুইটি ক্লিক করুন। আমরা নিজেদের মধ্যে কোন গ্রুফ তৈরী করলে বিশেষ করে কোন ভার্সিটির, কলেজের, বা যে কোন উদ্যোগ নিয়ে যেসকল গ্রুপ তৈরী হয়, তাতে বন্ধুদের একজন একজন করে এড করা মহা জামেলা।

অনেক a, b, c এভাবে আলফাবেট টাইপ করে করে এড করেন যা অনেক সময়সাপেক্ষ। তাই আজ খুবই মজার এবং ইন্টেরেস্টিং একটি শেল নিয়ে আলোচনা করছি, যেটা আপনার সব বন্ধুকে একসাথেই অ্যাড করে দিবে আপনার গ্রুপে। এটি শুধুমাত্র মজিলা ফায়ারফক্স এর জন্য। আমি নিজেও আমার সব বন্ধুকে ইনফেনেট এ এড করেছি একই পদ্ধতিতে। ইনফোনেট সর্ম্পকে হয়তো অনেকে জানেন।

তবে যারা জানেন না, তাদের বলছি, দেশব্যাপী বিনামুল্যে ফ্রিল্যান্সিং শেখাচ্ছে ফেসবুক ভিত্তিক এই গ্রুফটি । আপনারা যেকোন জেলা থেকে অংশগ্রহণ করে প্রশিক্ষণ নিতে পারেন। গত ৪ মার্চের প্রথম আলোর ১৫ নং পেইজের কম্পিউটার প্রতিদিন পাতায় ইনফোনেট এর রিপোর্টটি দেখেও আপনারা ধারণা নিতে পারবেন। গ্রুপটিতে জয়েন করতে এখানে যান । তাদের এই মহান উদ্যোগকে নিজের বন্ধুদের জানাতেই আমি আমার সকল বন্ধুকে ইনফোনেটে এড করলাম।

ইনফোনেট এর অনেক বন্ধুরাই নিজেদের বন্ধুদের এই পদ্ধতিতে গ্রুফে যোগ করেছেন। এ ছাড়া যারা ওডেস্ক এ কাজ করেন তারা বায়ারদের নির্দিষ্ট গ্রুফে বন্ধু এড করার কাজ পান। তাই এই পদ্ধতি সহজেই সব বন্ধুকে গ্রুফে এড করে দিতে পারবেন। প্রথমে এই সাইটটিতে যান এখানে নিচের চিত্রের মত “Add All Friends To Facebook Group” নামে ব্লু কালারের একটি বাটন দেখবেন। বাটনটির রাইট বাটনে ক্লিক করুন।

এবার “bookmark this link” এ ক্লিক করুন। আপনার এই বাটনটি বুকমার্ক হয়ে গেলো। এই সাইটের কাজ শেষ। এবারে আপনি যদি ইনফোনেট এ এড করতে চান তাহলে ইনফোনেট এ যান। এবার নিচের চিত্রের মত মজিলাফায়ারফক্সের ডানপাশে বুকমার্ক্স নামে একটি বাটন পাবেন।

সেখানে “to group” নামে এইমাত্র করা বুকমার্কটি পাবেন। নিচের চিত্র দেখুন। “to group” বুকমার্কে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। কি হচ্ছে?? জাদুর সব বন্ধু গ্রুফে এড হচ্ছে।

খুবই ইনটেরেস্টিং একটি স্ক্রিফ্ট। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.