আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে বিশ্বকাপ শেষ আজই



বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের বেদনাবিধুর বিদায় ঘটেছে আগেই। এবার বিশ্বকাপও বিদায় নিতে যাচ্ছে বাংলাদেশ থেকে। আজ দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হয়ে যাচ্ছে বিশ্বকাপের বাংলাদেশ পর্ব। বাংলাদেশে বিশ্বকাপের শুরুটা হয়েছিল আতশবাজির উৎসব দিয়ে। আজ বিশ্বকাপ বিদায়ের রজনীটাও ১০ মিনিটের জন্য আলোকিত হবে একইভাবে।

১৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে যাত্রা শুরু হয়েছিল ২০১১ বিশ্বকাপের। ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারতের মধ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচটাও হয়েছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ্রএরপর ঢাকা-চট্টগ্রাম মিলে হলো ‘বি’ গ্রুপের আরও পাঁচটি ম্যাচ এবং একটা কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশে বিশ্বকাপের যে আটটি ম্যাচ হওয়ার কথা ছিল, আজ হবে তার শেষটি। ্রতবে বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ কতটা সফল, সেটা বলে দেওয়া যাচ্ছে এই ম্যাচের আগেই।

খোদ আইসিসিই বিশ্বকাপের তিন স্বাগতিক দেশের মধ্যে বাংলাদেশকে রাখছে সবার ওপরে। বিশ্বকাপের জন্য ঢাকা আর চট্টগ্রামকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। আলোকসজ্জার সঙ্গে আরও অনেক রকম নগর সৌন্দর্যবর্ধন বিশ্বকাপকে সত্যিকার অর্থেই দিয়েছিল উৎসবের রূপ। বিনোদনপিয়াসী নগরবাসীর যান্ত্রিক জীবনে আনন্দের ছাপ রেখে যাচ্ছে এসব আয়োজন। এত উৎসবের মধ্যেও বাংলাদেশ দলের কোয়ার্টার ফাইনালে উঠতে না পারাটা হতাশা ছড়াতে পারে অনেকের মনে।

কিন্তু এটাও তো ঠিক, সাকিব আল হাসানের দল বিশ্বকাপে তিন তিনটা ম্যাচ জিতেছে, যার একটা আবার কোয়ার্টার ফাইনালে ওঠা ইংল্যান্ডের বিপক্ষে! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে অলআউট হওয়া বাদ দিলে ঘরের মাঠের প্রথম বিশ্বকাপটা খারাপ কি খেলেছে বাংলাদেশ? বিশ্বকাপের বিদায়লগ্নে কাল বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া গেল বিসিবি অফিসে। নিজেরা আর নেই বলেই হয়তো বিশ্বকাপ থেকে আগ্রহ হারিয়ে ফেলেছেন। স্টেডিয়ামে খেলোয়াড়দের জন্য খেলা দেখার ব্যবস্থা হলেও প্রথম কোয়ার্টার ফাইনালটা বাকি সতীর্থদের মতো তিনিও দেখেছেন টেলিভিশনে। আজও ঘরে বসে বসে বিরক্তি না এসে গেলে মাঠে আসবেন না বলেই জানালেন। বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় অধিনায়কসহ পুরো দলের দৃষ্টিই এখন আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের দিকে।

মাঠের খেলা নিয়ে ব্যস্ত থাকায় বিশ্বকাপের সাজে সেজে ওঠা শেরেবাংলা স্টেডিয়ামের সৌন্দর্য এত দিন ভালোভাবে দেখার সুযোগ হয়নি। কাল সুযোগটা নিলেন সাকিব। প্রেসবক্স, মিডিয়া সেন্টারসহ স্টেডিয়ামের আরও অনেক জায়গা ঘুরে ঘুরে দেখলেন আর মুগ্ধ হলেন। বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের ক্রিকেটে নতুন একটা মাঠ না পাওয়ার হতাশা আছে। তবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম কিংবা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নান্দনিক সৌন্দর্যে শুধু সাকিব কেন, মুগ্ধ হচ্ছেন ভিনদেশি অতিথিরাও।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।