আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ভাষার নিশ্চিত মৃত্যু: একমাত্র বিপ্লবই রক্ষা করতে পারে

ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।

ফেব্রুয়ারিকে ভাষার মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কারণে ভাষার মাসে ভাষার বিরুদ্ধে কোনো কিছুকে অমার্জনীয় অপরাধ হিসেবে গন্য করা হয়। কিন্তু প্রশ্ন উঠতে পারে তাহলে কি সারা বছর ভাষার বিরুদ্ধে কর্মসাধন জায়েজ? আলবত জায়েজ, এমন কি ভাষার মাসেও।

কারন রাষ্ট্র ভাষা সংক্রান্ত একটা ইতিহাস চেতনার নৈতিকতার বীজ বুনে দিয়েছে। আর এই নৈতিকতা এমনই এক সোম রস, যা পান করে তাবত কর্তা ব্যক্তিরা ঘুমের দেশে আজীবন ছুটি নিয়েছেন বা নৈতিকতার পাঁচন তৈরীর পর তাদের দায়িত্ব থেকে তারা স্থায়ী ছুটি নিয়েছেন। যে কারণে সারা বছরই ভাষার বিরুদ্ধে আপনি আঙ্গুল, হস্ত, স্কন্ধ, বন্দুক-গুলি যা খুশি চালাতে পারবেন। কেউ যে খুব বেশি ব্যাথিত হবেন তা ভাবার কোনো অবকাশ নেই। ভাষার মাস এলে দেশের তাবত বুদ্ধিজীবী থেকে শুরু করে পাড়ার মাস্তান, গলির চায়ের দোকানদার, সেলুনের নাপিত থেকে উঠতি গোফে তা দেয়া বুদ্ধিজীবীরা বাংলা শব্দের হাল নিয়ে যার পরনাই চিন্তিত।

আমি এইসকল পেরাশানাক্রান্তদের নাম দিয়েছে ‘মৌসুমি অপদার্থ চিন্তক। ’ তাহলে যে প্রশ্নটি সবাই করে তাহলে বাংলা ভাষার ভবিষ্যাৎ বা বাংলা ভাষা আদৌ টিকবে কিনা সেই পরিপেক্ষিতের কি অবস্থা? এক কথা আমি বলতে চাই বাংলা ভাষা টিকবে না। বাংলা ভাষার ধ্বংস বা মৃত্যু অনিবার্য। বাংলা ভাষা যেসব জনপদে ব্যবহৃত হয় তার মধ্যে ভারতের পশ্চিম বাংলায়, পৃথিবীর বিভিন্ন জনপদে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালীরা এবং সর্ববৃহত জনগোষ্ঠির মধ্যে বাংলাদেশে। পৃথিবীর যেসকল অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে বাঙালীরা তাদের মুখের ভাষা এবং লেখার ভাষা হিসেবে বাংলা ভাষার বিকাশ এবং বেঁচে থাকার কোনো বাস্তবিক কারন নেই।

ভারতের পশ্চিমবঙ্গে বাংলার প্রচলন রয়েছে। ওই অঞ্চল থেকে বাংলা ভাষার খ্যাতিমান লেখক-চিন্তক বের হয়ে এসেছেন। কিন্তু মনে রাখতে হবে সে এমনই এক যুগে এইসব ‘পুরষরা’ বেরিয়ে এসেছেন যখন পৃথিবীর অর্থনীতি-রাজনীতি আজকের মত কেন্দ্রে ঘনিভূত হয়নি। আর আজকের যুগে ভারতে হিন্দি এবং ইংরেজির প্রবল চাপের মধ্যে বাংলা খোদ পশ্চিম বাংলায় প্রান্তের ভাষায় .... রাজনৈতিক.কম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.