আমাদের কথা খুঁজে নিন

   

শুরু হলো ভাষার মাস

১লা ফেব্রুয়ারি,২০১২। "ভাষা" এবং "অমর একুশে বইমেলা" মাসের রক্তিম শুভেচ্ছা সকলকে। ফাগুনের আগুনঝরা প্রকৃতি যখন সবুজের সমুদ্রে পরিপূর্ণ হওয়ার অপেক্ষায়। বসন্তের এই ক্ষণে,দিকে দিকে যদিও এখনও ঝরাপাতায় ছেয়ে আছে ধরা। তবুও ঠান্ডা-গরম আবহাওয়ার মিশেলে হালকা অসুস্থতা ছাড়া সবারই দিনগুলো ভালো কাটুক এই কামনায় করি।

সালাম,রফিক,বরকত,জব্বার,শফিউরসহ আরও নাম না জানা শহীদের রক্তে অর্জিত আমাদের মায়ের ভাষা,আমাদের প্রাণের ভাষা,আমাদের রাষ্ট্রভাষার যথাযথ মর্যাদা রক্ষার্থে এখনও আমরা সচেতন হতে পারিনি। আসুন, মাতৃভাষার এ মাসে এবং সবসময়ের জন্যই আমরা এর মর্যাদা অক্ষুণ্ন রাখার সপথ করি। শুদ্ধ বাংলা ভাষা চর্চার অভ্যাস গড়ি। আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত আমাদের এই মুখের ভাষাকে বিশ্বের দরবার সবসময়ের জন্য সমুন্নত রাখি। সর্বোপরি,বাংলাকে অন্তরে,মুখে,আমাদের অস্তিত্বে ধারণ করি।

আ মরি বাংলা ভাষা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.