আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটের কলঙ্কের দায় কি শুধুই তার?

i`m what i`m. একজন ভারতে গিয়ে লুকোনো ক্যামেরায় উল্টোপাল্টা বলে খবরের শিরোনাম হলেন। তারপর শুরু হলো ভারতীয় গণমাধ্যমে চরম সমালোচনা। শেষ মেষ সমাধানের রাস্তায় অভিযুক্তকে সারাজীবনের জন্য নিষিদ্ধ করার নৈতিক সিদ্ধান্ত বিসিবির। কিন্তু যিনি অভিযুক্ত তার আঙুল উঠেছে এক এজেন্টের দিকে। তিনি আবার জাতীয় দলের এক ক্রিকেটারের খুব ঘনিষ্ঠ একজন বলে অনেকেই জানেন।

তাকে এবার বিসিবি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বলে জোর খবর। বুধবার বিসিবির এক জরুরী বৈঠক। সেখানেই ব্যাপারটি অনুমোদন পেয়ে যেতে পারে। কিন্তু কথা হলো মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলার কথা বিসিবির এখনই মনে পড়লো? ২০১১ সালের বিশ্বকাপ গেলো। ২০১২ তে এশিয়া কাপ গেলো।

মাঝে আস্ত দুটো বিপিএল। অনেক কথার ফিসফিসানি এখন পাখা মেলতে মেলতে গুজব থেকে রূপান্তরিত হচ্ছে চরম সত্যতে। বিসিবির অনেকেই জানতো। তথ্য উপাত্ত এসব বিষয়ে পাওয়া যায়নি বলে গণমাধ্যমের ছোঁক ছোঁক করা রিপোর্টাররা খুব কায়দা করে রিপোর্টগুলো করতে পারেননি। এই সিদ্ধান্ত যদি সত্যি সত্যি বিসিবি নিয়ে ফেলে তবে হুলস্থূল লেগে যাওয়ার কথা।

অন্তত: থলের বেড়াল বের হয়ে যাবার রাস্তাটা খুলে দিচ্ছে বিসিবি। এটা ভালো কথা। কিন্তু সর্ষের মধ্যে লুকিয়ে থাকা ভূতগুলোকে সামলাবে কে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।