আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটের গ্লোবালাইজেশন



ফুটবলের মত ক্রিকেট শতবর্ষী পুরানো খেলা হলেও আইসিসির ব্যর্থতার কারণে কোন গ্লোবালাইজেশন হইনি বললেই চলে।

আজ থেকে ১৫ বছর আগে কেনিয়া অনেক শক্তিশালী দল ছিল। বাংলাদেশ ও প্রায় সময় এদের সাথে হারত। ২০০৩ বিশ্বকাপে তারা সেমি ফাইনাল পর্যন্ত গিয়েছিল। কিন্ত পর্যাপ্ত ম্যাচের অভাবে তাদের দেশের ক্রিকেট আমাদের মত উন্নতি করেনি।



যে জিম্বাবুয়ে দলে হিথ স্ট্রিক, ফ্লাওয়ার ভ্রাতৃদ্বয়ের মত বিশ্বসেরা ক্রিকেটাররা খেলত ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার চাপের মুখে তাদের ক্রিকেট এও সর্বনাশ ঘটে গেছে।

ফুটবলে অনেক দেশ খেলে বলে কাছাকাছি শক্তিমানের দেশের অভাব নাই। কিন্তু ক্রিকেটে ১ এর সাথে ২ বা ৮ এর সাথে ৯ রেনকিন ধারী দেশের হিউজ ডিফারেন্স। যার কারণে এ দেশের ক্রিকেট তেমন উন্নতি করতে পারছিল না।

আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম সহযোগী সব দেশ ক্রিকেট স্ট্যাটাস পাক।

নিজেদের সাথে খেলে নিজেদের উন্নতি করুক। সরাসরি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মত বাঘের সামনে পড়তে না হয়।

সে সাথে পর্যাপ্ত খেলা ও সুযোগ-সুবিধা দেয়ার মাধ্যমে তাদের দেশের ক্রিকেটার ও বোর্ডের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।