আমাদের কথা খুঁজে নিন

   

এডোব ইলাস্ট্রেটর সিএস



Path এর উপর Text লিখা ইলাস্ট্রেটরে একটি নতুন ফাইল ওপেন করে প্রথমে পেন টুলের সাহায্যে আঁকাবাঁকা পাথ তৈরি করতে হবে। এবার টুল বক্স থেকে Type টুলের হিডেন টুল Type on a path টুল সিলেক্ট করে Pen টুল দিয়ে আঁকা Path-এর উপর ক্লিক করুন এবং প্রয়োজনীয় টেক্সট টাইপ করুন। এবার টেক্সটটিতে পছন্দসই কালার প্রয়োগ করতে পারেন। টেক্সটটিকে আরও আকর্ষণীয় করতে মেনু থেকে Effect>Stylize>Drop shadow কমান্ড দিন। আরও সৌর্ন্দয বৃদ্ধির জন্য টেক্সটের শেষ প্রান্তেWindow>Symbol>Libraries>Nature কমান্ড দিন এবং নেচার প্যালেট থেকেBee সিম্বলটি সিলেক্ট করে ড্র্যাগ করে টেক্সটের শেষ প্রান্তে বসান।

হ্যান্ড পেইন্ট ইফেক্ট ক্যামেরায় তোলা ছবিতে হাতে আঁকা ছবির মত ইফেক্ট দিতে ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারেন। এজন্য মেনু থেকে File>Place... সিলেক্ট করে ইমেজটির লোকেশন নির্দেশ করুন এবং যেকোনো একটি Bitmapফরমেটের ইমেজ ইমপোর্ট করুন। File>Document color mode>RGB সিলেক্ট করুন। এবার ইমেজটি সিলেক্ট অবস্থায় মেনু থেকে Effect>Artistic>Poster Edges সিলেক্ট করুন, প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন করে Ok বাটন প্রেস করুন। আবারও Effect>Artistic> Watercolor কমান্ড দিন এবং প্রয়োজনীয় সেটিংস পরিবর্তন করে Ok বাটনে চাপ দিন।

টুল বক্স থেকে Paintbrush সিলেক্ট করুন, সাথে সাথে টুলস অপশন বারে ব্রাশ প্যালেট দেখা যাবে। আর যদি ব্রাশ প্যালেট না খুলে, তবে মেনু থেকে Window>Brush সিলেক্ট করুন। এবার ব্রাশ প্যালেট থেকে Artistic_Ink ব্রাশটি সিলেক্ট করুন। পছন্দসই কালার সিলেক্ট করে নিচের ছবির মত দাগ দিতে পারেন। ইমেজটির রং হুবহু ব্যবহারের জন্য Eyedropper টুলটি সিলেক্ট করে ইমেজের উপর ক্লিক করলে ইমেজের রংটি কালার সিলেকশন বক্সে দেখা যাবে এবং অন্য যেকোনো কাজে রঙটি ব্যবহার করা যাবে।

ক্যালেন্ডার তৈরি ইচ্ছে করলে প্রিয়জনকে নিজের তৈরি ক্যালেন্ডার উপহার দিতে পারেন কারণ এডোব ইলাস্ট্রেটরের সাহায্যে এখন আপনিও খুব সহজে তৈরি করতে পারেন অসাধারণ সব ক্যালেন্ডার। ইলাস্ট্রেটর সফটওয়্যরটি ওপেন করে File>New ক্লিক করে একটি নতুন ফাইল নিন। এবার File>Place… কমান্ড দিয়ে একটি সুন্দর JPEG ইমেজ ইমপোর্ট করুন। Type Tool-এর সাহায্যে মাসের নাম, সাল ও তারিখ লিখুন। টাইপ টুলের টুলস অপশন বার থেকে পছন্দসই Fill color, Font, Font Style, Size, Alignment Ges Opacity নির্ধারণ করুন।

মেনু থেকে Window>Symbol Libraries>Logo Elements কমান্ড দিন এবং এখান থেকে প্রয়োজনীয় সিম্বল ব্যবহার করুন। তারিখের পেছনে একটি সুন্দর রংয়ের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন এজন্য Rectangle টুল ব্যবহার করে তারিখের উপর একটি বর্গক্ষেত্র আঁকুন। লক্ষ্য করুন, বর্গক্ষেত্র আঁকার কারণে তারিখগুলো আর দেখা যাচ্ছে না। এখন সিলেক্ট করে Object>Arrange>Send to Back কমান্ড দিন, ফলে Rectangle তারিখের পেছনে চলে যাবে। ব্যাস ঝটপট তৈরি হয়ে গেল ক্যালেন্ডার।

বানান শুদ্ধিকরণ বানান শুদ্ধ করার প্রক্রিয়াকে বলা হয় ঈযবপশ ঝঢ়বষষরহম। ডকুমেন্টের বানান শুদ্ধ কি না তা যাচাই করতে মেনু থেকে Check Spelling কমান্ড দিন। স্ক্রিনে একটি ডায়ালগ বক্স আসবে, এর Edit>Check Spelling বাটনে ক্লিক করলে আপনার লেখা টেক্সটগুলোতে কোনো বানান ভুল আছে কি না তা সিলেক্ট করে দেখাবে এবং Start বাটনে ক্লিক করলে ওই ভুল বানানের কি কি শুদ্ধ বানান হতে পারে তার একটি তালিকা প্রদর্শিত হবে। উক্ত তালিকা থেকে যেটি আপনার শুদ্ধ মনে হয় সেটিতে ক্লিক করে ঈযধহমব বাটনে ক্লিক করুন। আর আপনার পছন্দমত যথোপযুক্ত বানান কম্পিউটার প্রদত্ত তালিকায় পাওয়া না গেলে ও Suggestion বাটনে ক্লিক করুন।

সবশেষে Change বাটনে ক্লিক করুন। অভিধানে নতুন শব্দ যোগ করা কম্পিউটার অভিধানে নতুন শব্দ যোগ করার জন্য মেনু থেকে Edit>Edit custom Dictionary সিলেক্ট করুন। একটি ডায়ালগ বক্স আসবে, এর Entry অংশে কাংঙ্ক্ষিত শব্দটি লিখে Add এবং সবশেষDone বাটনে ক্লিক করুন। প্যাটার্ন তৈরি ইলাস্ট্রেটরে তৈরি কোনো শেপকে প্যাটার্ন হিসেবে পরবর্তীতে ব্যবহার করা যায়। এজন্য একটি শেপ অংকনের পর মেনু থেকে Edit>Define Patternএ ক্লিক করুন।

প্যাটার্নটির একটি নাম দিন এবংOk বাটনে ক্লিক করুন। এখন শেপটি Swatches প্যালেটে দেখা যাবে। গ্রুপ তৈরি করা একাধিক ছবিকে একীভূত করার প্রক্রিয়াকে বলা হয় Group। যেসব ছবিকে গ্রুপ করতে চান সেগুলো একসাথে সিলেক্ট করে মেনু থেকে Object>Group সিলেক্ট করুন। আবার গ্রুপ ভাঙতে চাইলে গ্রুপটি সিলেক্ট করে মেনু থেকে Object>Ungroup সিলেক্ট করুন।

দুটি পাথ যুক্ত করা দুটি পাথকে যুক্ত করতে পাথ দুটিকেDirect Selection Tool দ্বারা সিলেক্ট করে মেনু থেকে কমান্ড দিন Object>Path>Join। অবজেক্টকে বিভক্ত করা ইলাস্ট্রেটরে কোনো অবজেক্টকে কেটে বিভক্ত করতে Scissor Ges Knife tool ব্যবহার করা হয়। সমাপ্ত

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।