আমাদের কথা খুঁজে নিন

   

পিঁপড়াদের ডিফেন্স সিস্টেম !!! কি বিষ্ময়কর আল্লাহর সৃষ্টি!!!

নিজেকে নিয়ে ভাবছি

আপনি কি জানেন , পিঁপড়াদেরও ডিফেন্স সিস্টেম আছে? ‘পাতা কাটা পিঁপড়া’ নামক এক ধরনের পিঁপড়ারা তাঁদের অতি প্রয়োজনীয় পাতা কেটে তাঁদের ঘরের ভিতর এনে তা দিয়ে চাষ করে। পাতা কেটে তা বহন করে আনার সময় পাতার উপর কর্মী পিঁপড়াদের রাখে উপর থেকে কোন আক্রমন (মৌমাছি বা পাখি বা অন্য কোন পিঁপড়া খেকো ) এলে তা প্রতিহত করার জন্য! উপরে বসা কর্মী পিঁপড়ারা ফাস্ট লাইন ডিফেন্স হিসাবে কাজ করে। তারা দরকার হলে তাঁদের জীবন দিয়ে হলেও পাতা আর পাতা বহনরীকে রক্ষা করার চেষ্টা করে। কি বিষ্ময়কর আল্লাহর সৃষ্টি!!! আলহামদুলিল্লাহ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।