আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের জেসমিন, মশল্লা, তুলসী, হারবাল চা সহ বিভিন্ন প্রজাতির সুগন্ধি চায়ের চাহিদা রয়েছে বিশ্ব বাজারে -বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাঃ মাহবুবুল হাসান

আমি সততা ও স্বচ্ছতায় বিশ্বাস করি।

চায়ের জন্য বরাদ্ধকৃত জমিতে অবশ্যই চা চাষ করে দেশে গুণগত মান সম্পন্ন চা উৎপাদন বাড়াতে হবে। তাছাড়া বাংলাদেশের জেসমিন, মশল্লা, তুলসী, হারবাল চা সহ বিভিন্ন প্রজাতির সুগন্ধি চায়ের প্রচুর চাহিদা রয়েছে বিশ্ব বাজারে। আমাদেরকে প্রচুর পরিমানে বৈদেশীক মুদ্রা অর্জনের জন্য এসব প্রজাতির চায়ের চাষ ও উৎপাদন বাড়াতে হবে। গত শনিবার শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রে ৬ দিন ব্যাপী আয়োজিত বাগান ব্যবস্থাপকদের ৪৬ তম বার্ষিক কোর্সের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাঃ মাহবুবুল হাসান এ কথাগুলো বলেন।বাংলাদেশ চা গবেষনা কেন্দ্রের পরিচালক চা বিজ্ঞানী মুকুল জ্যোতি চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান মো. সাফওয়ান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশীয় চা সংসদের সিলেট সার্কেল চেয়ারম্যান সালাউদ্দিন, ফিনলের সিও আলিমুজ্জামান প্রমুখ । এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন চা বাগানের ৩০ জন সহকারী ব্যাবস্থাপক অংশ নিয়েছেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.