আমাদের কথা খুঁজে নিন

   

সোনার টিয়া পাখি....ও সবুজ রং



মামুন্টি যদি বলে...'এটা আমার সোনার টিয়া পাখি নাকি??? আমার খুব ভালো লাগে। আমার অনেক হাসি পায়। কিন্তু মামুন্টি-বাবুন্টি আর নীনা ছাড়া অন্য কাওকে দেখলেই কেনো যেনো কান্না পায়। গতকাল বাবুন্টি বললো... আমাকে নাকি স্যোসাল করতে হবে। কি জানি.....আমার তো খুবই ভালো লাগে... মামুন্টি যখন বলে 'সোনাপাখি টুমমম....রুপাপাখি টুমমম.... টুমটুটুটুমটুম......।'......আজকে আমি সবুজ রং পেয়েছি, খুবই ভালো লাগছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।