আমাদের কথা খুঁজে নিন

   

সোনার চাবি সোনার চাবি


রাজাকের বাচ্চা শেখ হাসিনার বেয়াই পুতুলের শ্বশুর মহামান্য শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফকে এক নাগরিক সংবর্ধনায় সাড়ে তিন ভরি ওজনের সোনার চাবি উপহার দিয়েছেন ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাহাতাব আলী। বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভা চত্বরে শ্রমমন্ত্রীর হাতে সোনার চাবি তুলে দেওয়ার পর ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহাতাব আলী বলেন, ‘চাবি হাতে তুলে দেওয়া মানে পৌরসভার সব দায়িত্ব আপনার হাতে তুলে দেওয়া। এ পৌরসভাকে সুন্দর করে গড়ে তোলাসহ যাবতীয় দায়-দায়িত্ব এখন আপনার।’ জবাবে শ্রমমন্ত্রী বলেন, ‘এ সংবর্ধনা পেয়ে আমি উদ্বেলিত। চাবি ও মালা দিয়ে আমাকে যেভাবে সংবর্ধনা জানালেন এর ভার যেন আমি বইতে পারি।’ লিংক দেশে গার্মন্টেস শিল্পে যখন চরম শ্রমিক অসন্তোষ বিরাজ করছে প্রবাসে আমাদের শ্রমবাজার যখন চরম দুর্দিন অতিবাহিত করছে তখন আবাল মন্ত্রী গেছেন সোনার চাবি উপহার নিতে কই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে তো কেউ সোনার চাবি দেয় নাই । তো এই রাজাকের বাচ্চা কি এমন করে ফেলছে যে একদম সোনার চাবি দিতে হবে আমার জানামতে এই বেটা তার বাপ নুরু রাজাকারের নামে ফরিদপুরে অনেক রাস্তার নামকরণ করছে এখন এর ভাই খন্দকার মোহতেশাম হোসেন মিলে ফরিদপুর স্টেডিয়ামেরও নামকরণের পায়তারা করতেছে অথচ বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের বৃদ্ধা মা মাকিদুননেছা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন তার ছেলের নামে স্টেডিয়ামের নামকরণের জন্য প্রধানমন্ত্রী কবে এইসব ব্যাপারে দৃষ্টি দেবেন !! নাকি দেখেও দেখছেন না মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেন আর নাই দেখেন সাধারণ জনগণ কিন্তু অন্ধ নয় ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।