আমাদের কথা খুঁজে নিন

   

আসুন ছাগুদের সকল ক্ষেত্রে কোনঠাসা করি ।পিটিশনে আপনার মূল্যবান সাইনটি করুন।সময় খুবই খুবই অল্প।

. পিটিশন কি প্রয়োজন?বেশি কিছু না বলে শুধু এতটুকু বলব এই পিটিশনের মাধ্যমে হোয়াইট হাউজের একাত্বতা এবং তাদের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের আন্দোলনের মূল ব্যাপারটা তুলে ধরা। আন্তর্জাতিক অঙ্গন যদি গুরুত্বপূর্ণ না হত তাহলে জাশির গুলা কিন্তু এত লবিং করত না। জাশির গুলাও হোয়াইট হাউজে পিটিশন ওপেন করেছে আমাদের আন্দোলনের বিরূদ্ধে। তাদের সাইন আমাদের চাইতে এখনো ১০০০০ বেশি! আমরা কি পারি না ১০টা মিনিট ব্যায়করে পিটিশনে সাইন করে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মূল বিষয়টি তুলে ধরতে? না হয় ছাগুরা তাদের পিটিশনের মাধ্যমে আমাদের ভুল প্রমানিত করবে!আর আমরা এটা হতে দিতে পাি র না। ছাগুদের কোন ক্ষেত্রেই আমরা ছাড় দিতে পারিনা।

সম্ভাব্য কিছু প্রশ্নের উত্তর......... যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের 'উই দ্য পিপল' প্রোগ্রামে বাংলাদেশে চলমান পরিবর্তন তুলে ধরতে একটা পিটিশন ওপেন করা হয়েছিল। এই পিটিশনে এখনো ৭৭৯৩৯ সিগনেচার বাকী। কি হবে এই পরিবর্তন তুলে ধরে ? শুধু জানানো, তবে সেটুকু প্রয়োজন খুবই, বিশ্ব এখনো ভুল জানে। যে সমস্ত প্রশ্ন করা হয়েছে এখন পর্যন্ত এই পিটিশনের ব্যাপারে সেগুলোর উত্তর: ১. এটা কি স্প্যাম ? এটা মোটেই স্প্যাম না। এটা হোয়াইট হাউজের অফিসিয়াল ওয়েবসাইট, এবং তাদের 'উই দ্য পিপল' প্রোগ্রাম-এর আওতায় খোলা একটি পিটিশন ২. এই পিটিশনে সাইন করে আসলে কি কোন লাভ হবে ? কজ এবং অন্যান্য ফেসবুক অ্যাপ-এ ভোট বা পিটিশন দিয়ে হয়তো লাভ নেই, কিন্তু এখানে সাইন দিয়ে ফল পাবার সম্ভাবনা বেশী, কারণ এটা একটা সত্যিই ওরা দেখে।

সত্যি কথা বলতে গেলে পরিবর্তন আসতেও শুরু করেছে। ১৩ই ফেব্রুয়ারী'র ডেইলী স্টার-এ রাষ্ট্রদূতের বক্তব্য দেখুন ৩. আমেরিকা ৭১-এ যুদ্ধবিরোধী ছিল। তাদের কেন জানাব ? উত্তর: আপনি ৭১ সমর্থনকারী প্রজন্ম হলেও বাস করেন ২১ শতাব্দীতে। ৭১ এ ফেসবুক ছিল না বলে কি এখন ফেসবুক ব্যবহার করবেন না ইনস্ট্রুমেন্ট হিসাবে ? তারা তখনো বোঝেনি, এখনো তাদের ভুল বোঝানোর প্রচুর চেষ্টা আছে। আমরা কেন সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে জানানোর চেষ্টা করব না ? কেন কোন পথ অবশিষ্ট রাখব ? ৪. বিদেশী হস্তক্ষেপ চাওয়া হয়েছে কি এই পিটিশনে ? না, মোটেই না, ভাল করে পড়ে দেখুন কি লেখা রয়েছে এখানে।

শুধু আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশই কাম্য। ৫. পিটিশনের সব ভোট পাবার পরে বা মাঝখানে কি অবজেকটিভ বদলে ফেলবে ? বা ফেলা যায় ? না। পিটিশন ওয়েবসাইটটি'র FAQ সেকশনটা ভাল করে পড়ুন। ৬. সাইন করতে হলে আমার কি কি তথ্য জানানো লাগবে ? আমার ব্যক্তিগত কোন তথ্য দিতে হবে কি না ? কে কে সাইন করেছে তা সবাই দেখতে পাবে কি না ? উত্তর: না। এটি অ্যানোনিমাস।

নামের প্রথম অক্ষর ব্যতীত কিছুই দেখা যায় না, কোন ব্যক্তিগত তথ্য দিতে হবে না। শুধু নাম এবং ইমেল দিলেই চলবে। আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিতে না চাইলে কম ব্যবহার করেন এমন কোন অ্যাড্রেস দিতে পারেন। আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল, প্লীজ নিজে এই পিটিশনে সাইন করুন এবং সবার উদ্দেশ্যে এই লিংকটি শেয়ার দিন, সময় খুব স্বল্প, অনেক সাইন প্রয়োজন, প্লীজ। যদি সন্দেহ থাকে তাহলে পিটিশনটা এবং প্রাইভেসী পলিসি পড়ে দেখবেন।

কি করে এটা সাইন করবেন। লিংকঃহোয়াইট হাউজ পিটিশন লিংকটাতে গিয়ে হোয়াইটহাউজ.গভ এর একাউন্ট শুরু করুন। অ্যাকাউন্ট শুরু করতে শুধু দিতে হবে আপনার নাম ও ইমেল। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লিংক এ ক্লিক করার পরে নাম ও ইমেল দিয়ে কনফারমেশন কোড টাইপ করুন। হোয়াইটহাউজ.গভ আপনাকে একটি কনফার্মেশন ইমেল পাঠাবে, যেই ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন, সেখানে।

ইমেলটিতে গিয়ে কনফার্মেশন লিংকে ক্লিক করুন, । এরপরে, লিংকটাতে গিয়ে 'সাইন দিস পিটিশন'-এ ক্লিক করুন। এরপরে এই লিংকটা শেয়ার করুন আপনার সেসমস্ত বন্ধুকে ট্যাগ করে যারা এই সাইন করবে বলে আপনি মনে করেন। নিজে, নিজের পরিবারকে, অফিসের কলিগদেরকে এবং বন্ধুদেরকে উদ্বুদ্ধ করুন সাইন ইন করতে। প্লিজ এড়িয়ে না গিয়ে আপনার মূল্যবান সাইনটি করুন এবংঅন্যদের উৎসাহিত করুন।

সময় খুব অল্প। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।